দেশ বিদেশ

এখনো অনেকে নিখোঁজ, অমৃতসরে স্বজনহারাদের বিক্ষোভ চলছে

কলকাতা প্রতিনিধি

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৮:৫৯ পূর্বাহ্ন

দশমীর দিন রাবণ দহনের সময় ট্রেনের ধাক্কায় মৃতের সংখ্যা ৬১ বলে জানানো হলেও তিনদিন পরেও অনেকে স্বজনদের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন। এক যুবক তার পিতাকে খুঁজছেন। তার পিতা সেদিন রাবণ দহন অনুষ্ঠান দেখতে জোড়াফটকে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, মৃতের সংখ্যা এত কম হতে পারে না। কমপক্ষে একশ’ মানুষের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা নিয়ে রাজ্য সরকার ও রেলওয়ের মধ্যে চাপান উতর চলছে। রেলওয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে এফআইআর দায়ের করায় মানুষের মধ্যে ক্ষোভ বেড়েছে। ফলে তৃতীয় দিনেও স্বজনহারা মানুষজন নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিপূরণের দাবিতে শনিবার থেকেই জোড়াফটকে রেললাইনের উপর বসে জেলা প্রশাসনের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ দেখান। তবে রোববার রেললাইনের উপর থেকে এদের হঠাতে গিয়ে পুলিশকে লাঠি চালাতে হয়েছে। একসময় পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। জনতার পাথর বৃষ্টিতে পুলিশ ও এক চিত্র সাংবাদিক আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। অন্যদিকে রোববার জনরোষ আছড়ে পড়েছে জোড়া ফটকে আয়োজিত দশেরা উপলক্ষে রাবণ দহন অনুষ্ঠানের উদ্যোক্তাদের ওপর। বর্ণাঢ্য উৎসবের আয়োজন করলেও কেন উদ্যোক্তারা দর্শকদের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা করেননি, এই দাবিতে এদিন সকাল থেকে উদ্যোক্তাদের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে জনতা। তাদের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। ভাঙচুর করা হয় ঘরবাড়ি, কাঁচের দরজা, জানালা।
উদ্যোক্তাদের অন্যতম স্থানীয় কাউন্সিলর বিজয় মদন এবং তার ছেলে সৌরভ মদন মিঠু ঘটনার পর থেকে পলাতক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status