বাংলারজমিন

হবিগঞ্জে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৮:৪৩ পূর্বাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, বাংলাদেশের মাটিতে ২০১৪ সালের মতো আরেকটি পাতানো নির্বাচন হবে না। যদি আওয়ামী লীগ করতে চায় দেশবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আওয়ামী লীগ কোন ছাড় দেয়া হবে না। গণআন্দোলনের মুখেই অনির্বাচিত আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চত হবে, গণতন্ত্রের বিজয় হবে। তিনি গতকাল সকাল সাড়ে ১১টায় বিএনপির কালো পতাকা মিছিল শেষে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন। এর আগে শহরের শায়েস্তানগর তেমনিয়া থেকে মেয়র জি কে গউছের নেতৃত্বে সদর উপজেলা বিএনপি ও যুবদলের একটি মিছিল বের করা হয়। কিন্তু সামনে এগুতেই পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা সৃষ্টি করে। এ সময় পুলিশের সাথে মেয়র জি কে গউছের বাক-বিতণ্ডা হয়। শেষ পর্যন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে বের হন মেয়র জি কে গউছ। মিছিলটি জেলা বিএনপি অফিসে গিয়ে শেষ হয়। এছাড়াও পৌরসভার মাঠ থেকে পৌর বিএনপি, আরডি হলের সামন থেকে ছাত্রদল, বিএনপির অফিসের সামনে কৃষকদল ও মহিলা দল পৃথক মিছিল বের করে। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামণে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট শামছু মিয়া চৌধুরী, এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, পৌর বিএনপির আহ্বায়ক কাউন্সিলর আবুল হাশিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল রহমান কাজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদলের সভাপতি মিয়া মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা তারেক পরিষদের সভাপতি সাইদুর রহমান কুটি প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status