বাংলারজমিন

তালতলীতে প্রকাশ্যে চলছে ইলিশ শিকার

তালতলী (বরগুনা) প্রতিনিধি

২২ অক্টোবর ২০১৮, সোমবার, ৮:৪০ পূর্বাহ্ন

তালতলীর বঙ্গোপসাগরের মোহনায় থামছে না ইলিশ শিকার। দিনে রাতে সমানতালে চলছে এ মৎস্য শিকার। প্রতিদিনই জেলেরা মৎস্য অফিসের টহলরত লোকজনদের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ শিকার করছে। জানা গেছে, বিগত ৭ই অক্টোবর গভীর রাত থেকে ইলিশ সম্পদ সংরক্ষণ অভিযান শুরু হয়। এ অভিযান ২৮শে অক্টোবর পর্যন্ত চলবে। সরজমিনে গিয়ে গতকাল দুপুরে এমনি চিত্র দেখা যায় উপজেলার নলবুনিয়া শুভসন্ধ্যা সি বিচের সামনেই বঙ্গোপসাগরের মোহনায় স্থানীয় জেলে আশ্রাব আলীসহ ৭-৮ জনকে গোপনে মা ইলিশ শিকার করতে দেখা গেছে। মৎস্য অফিস কর্তৃপক্ষের তৎপরতা উপেক্ষা করে প্রতিনিয়ত দিনে ও রাতে সমানতালে বঙ্গোপসাগরের মোহনায় ইলিশ শিকার করছেন জেলেরা। রাতে মোহনায় জোয়ার আসার সঙ্গে সঙ্গে জেলেরা খুটা দিয়ে গাতা করে কারেন্টজাল ফেলে বসে থাকে। ঘণ্টাখানেক অপেক্ষার পরে জীবনের ঝুঁকি নিয়ে নদীতে সাঁতার কেটে জাল তুলে কিনারে ফিরে এসে পাশেই ঝাউবনের বালুর নিচে জাল ও মাছ লুকিয়ে ফেলে। এতে প্রতিদিন সাগরের মোহনা থেকে অনেক মা ইলিশ ধরা পড়ছে ও ওই মাছ গ্রামে গিয়ে গোপনে বিক্রি করে দেয়া হচ্ছে। নৌ পুলিশ এবং কোস্টগার্ডের পাশেই নলবুনিয়া শুভসন্ধ্যা সি বিচে চলছে এ মৎস্য শিকার। অভিযুক্ত আশ্রাব আলী বলেন, আমি অবরোধের ভিতরেও নদীতে জাল পেতেছি এটা আমার ভুল হইছে আর আজকে মাছ কম পাইছি। তিনি আরো বলেন, এখানে প্রতিনিয়ত অনেক জেলেরা খুটা দিয়ে গাতা করে কারেন্টজাল দিয়ে মাছ ধরেন।
তালতলী উপজেলা সিনিয়র (ভারপ্রাপ্ত)  মৎস্য কর্মকর্তা বীরেন্দ্র নাথ বলেন, আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করি। মাঝে মধ্যে কিছু অসাধু জেলেরা নদীতে জাল পাতে। আর এবিষয় আমার জানা নেই খোঁজখবর নিয়ে অভিযান পরিচালনা করে এদেরকে আইনের আওতায় আনা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status