খেলা

নেইমারকে ছাড়াই দাপুটে জয় পিএসজির

স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর ২০১৮, রবিবার, ১১:৪৪ পূর্বাহ্ন

প্রথমার্ধে অ্যাঙ্গেল ডি মারিয়ার দুটি কর্নার কাজে লাগালেন মার্কিনহোস ও আদ্রিও রাবিও। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ালেন ইউলিয়ান ড্যাক্সলার, কিলিয়ান এমবাপ্পে ও মুসা দিয়াবি। তারকা ফরোয়ার্ড নেইমারকে ছাড়াই এমিয়েঁকে হারিয়ে লীগ ওয়ানে জয়রথে থাকল পিএসজি। নিজেদের মাঠে শনিবার ৫-০ জিতে তারা। টানা ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করার পাশাপাশি লীগ ওয়ানে মৌসুমের শুরু থেকে টানা জয়ের রেকর্ড ১০ ম্যাচে টেনে নিয়ে গেল কোচ টমাস টুখেলের দল। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসে যায় পিএসজি। দ্বাদশ মিনিটে ডি মারিয়ার কর্নারে মার্কিনহোসের হেড ঠিকানা খুঁজে পায়। শুরু থেকে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকা পিএসজি ব্যবধান দ্বিগুণ করে নিতে পারত ৩৪তম মিনিটে। ডি মারিয়ার কর্নারে উরুগুয়ের ফরোয়ার্ড এডিনসন কাভানির হেড গোলরক্ষক ফিরিয়ে দেন। তবে কর্নার থেকেই ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বর্তমান চ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়ার কর্নারে আরেকটি হেডে বল জালে পাঠান ফরাসি মিডফিল্ডার রাবিও। ৫৭তম মিনিটে ডি মারিয়ার শট ফেরান গোলরক্ষক। এর তিন মিনিট পর আর্জেন্টাইন মিডফিল্ডারকে তুলে মুসা দিয়াবিকে নামান কোচ। দুই মিনিটে আরও দুই গোল দিয়ে জয় অনেকটাই নিশ্চিত করে নেয় পিএসজি। ৮০তম মিনিটে সতীর্থের বাড়ানো নিচু ক্রসে ডাইভিং হেডে ড্যাক্সলার লক্ষ্যভেদ করার পর দিয়াবির সঙ্গে বল দেয়া- নেয়া করে ডান পায়ের নিখুঁত শটে স্কোরলাইন ৪-০ করেন এমবাপ্পে। শেষ দশ মিনিটে খেই হারানো এমিয়েঁর বড় ব্যবধানের হার নিশ্চিত হয়ে যায় ৮৭তম মিনিটে দিয়াবির গোলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status