প্রথম পাতা

সিলেটে একদিন পিছিয়েও সমাবেশের অনুমতি পায়নি ঐক্যফ্রন্ট

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২১ অক্টোবর ২০১৮, রবিবার, ৯:২১ পূর্বাহ্ন

একদিন পিছিয়েও সিলেটে সমাবেশের অনুমতি পায়নি নবগঠিত বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল শনিবার দুপুরে সিলেট বিএনপি’র শীর্ষ নেতারা গিয়ে অনুমতির জন্য পুলিশের কাছে লিখিত  
আবেদন জানালেও তাদের অনুমতি দেয়া হয়নি। তবে মাজার জিয়ারতে কোনো বাধা নেই। এ কারণে ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে একসঙ্গে ঐক্যযাত্রা শুরু করতে বুধবার সিলেট আসছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। এতেও যাতে বেশিসংখ্যক লোকের সমাগম না ঘটে সে কারণে পুলিশ আগে থেকেই কড়াকড়ি শুরু করেছে বলে অভিযোগ করেছেন সিলেট বিএনপির নেতারা। তারা বলেন, পুলিশের বাড়াবাড়ি ন্যক্কারজনক। ২৩শে অক্টোবর সিলেটে সমাবেশের অনুমতি চেয়ে বুধবার মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের নেতারা। কিন্তু পুলিশের পক্ষ থেকে ওই দিন সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। এ কারণে একদিন পিছিয়ে ২৪শে অক্টোবর সিলেটে সমাবেশের সিদ্ধান্ত নেয় ঐক্যফ্রন্ট।

এই সিদ্ধান্ত মোতাবেক গতকাল দুপুরে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয়সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনের নেতৃত্বে নেতৃবৃন্দ মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে গিয়ে ২৪শে অক্টোবর সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন দেন। গতকাল বিকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির মানবজমিনকে জানিয়েছেন- আবেদন দিয়ে তারা ফিরে আসার পরপরই পুলিশের পক্ষ থেকে ফোনে জানিয়ে দেয়া হয় অনুমতি দেয়া যাবে না। কেন অনুমতি দেয়া যাবে না- সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়া হয়নি। তিনি বলেন, আমরা বারবার বলছি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে। এরপরও পুলিশ অনুমতি দিচ্ছে না।

এদিকে সমাবেশের অনুমতি না পেলেও আগামী ২৪শে অক্টোবর সিলেট আসবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। তারা সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্যদিয়ে তাদের ঐক্যযাত্রা শুরু করবেন। সিলেট বিএনপি ও ঐক্যফ্রন্টের শরিকদের পক্ষ থেকে এই প্রস্তুতিই নেয়া হচ্ছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম জানিয়েছেন, পুলিশ সমাবেশের অনুমতি দিচ্ছে না। বিষয়টি আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানিয়ে দিয়েছি। এখন কেবল মাজার জিয়ারতের প্রস্তুতি নেয়া হচ্ছে। যদি শেষ মুহূর্তেও সমাবেশের অনুমতি মেলে আমরা করতে প্রস্তুত থাকবো।

তিনি বলেন, সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচিকে ঘিরে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে পুলিশ। শুক্রবার রাতেও বেশ কয়েজন নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশের ভয়ে নেতাকর্মীরা বাসায় রাতযাপন করতে পারছেন না। এদিকে ঐক্যফ্রন্টের নেতাদের সিলেট সফরকে কেন্দ্র করে গতকাল সকালে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে সিলেট মহানগর বিএনপি। মহানগর সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামী ২৪শে অক্টোবর বুধবার জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের সিলেট সফর সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। সভায় ৮০ বছর ঊর্ধ্ব ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান বুদুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, মহানগর যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম ও ছাত্রদল নেতা আল-আমিনকে অন্যায়ভাবে আটকের তীব্র নিন্দা জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সহসভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, সহসভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সহসভাপতি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, সহসভাপতি জিয়াউল হক জিয়া, সহসভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সহসভাপতি বাবু নিহার রঞ্জন দে, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব কাদির শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজুমদার, মহানগর বিএনপির সিনিয়র সদস্য বদরুদ্দোজা বদর প্রমুখ।

সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, ইতিমধ্যে ষড়যন্ত্রমূলক একটি মামলার ফরমায়েশি রায়ে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। ২৯শে অক্টোবর আবারো আরো একটি মামলায় ফরমায়েশি রায় দেয়ার ষড়যন্ত্র চলছে। খালেদা জিয়ার বিরুদ্ধে আবারো কোনো অন্যায় রায় হলে গণতন্ত্রকামী জনতা ঘরে বসে থাকবে না। ২৪শে অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের সিলেট সফর ঐক্যবদ্ধভাবে সফল করতে হবে। সিলেট বিএনপি এখন যেকোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। সব রকম ভেদাভেদ ও বিভক্তি ভুলে বাকশালী সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে শামিল হতে হবে।

ভোটাধিকার ফিরিয়ে আনতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে- খন্দকার মুক্তাদির: সিলেট-১ আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভোটাধিকার ফিরিয়ে আনতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগে প্রতিটি ঘরে ঘরে জাগরণ সৃষ্টি করতে হবে। তিনি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৮নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় ঝর্ণারপাড় এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর আহমদ সুলেক মিয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা আব্দুল মুনিম এবং সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক অলি চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য দেন, সিলেট জেলা বিএনপিরসহ সভাপতি আজিজ উদ্দিন চেয়ারম্যান, মহানগর মহিলা দলের সভানেত্রী জাহানারা ইয়াসমিন, মাওলানা হাফিজ আফতাব আহমদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, আব্দুস সোবহান, আব্দুর রহমান, পাখি মিয়া, আলতু মিয়া, ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খান, মানিক মিয়া, যুবদল নেতা শাহ নেওয়াজ বক্ত তারেক, শাহিবুর রহমান সুজান, মোবারক হোসেন ফাত্তাহ, আমজাদ হোসেন, মঞ্জুরুল আলম, লুদু মিয়া, শাহীন আহমদ প্রমুখ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবদুল ওয়াহাব রাতে মানবজমিনকে জানিয়েছেন- নিরাপত্তা বিঘ্ন ঘটার আশঙ্কায় সিলেটে ২৪শে অক্টোবরও সমাবেশের অনুমতি দেয়া হয়নি। এর আগে তারা ২৩শে অক্টোবরের সমাবেশের জন্য আবেদন জানালেও একই কারণে তাদের অনুমতি দেয়া হয়নি। তিনি বলেন, পুলিশ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status