বাংলারজমিন

মৌলভীবাজারে পাহাড় কেটে মাটি বিক্রি

মৌলভীবাজার প্রতিনিধি

২১ অক্টোবর ২০১৮, রবিবার, ৮:৪৫ পূর্বাহ্ন

পাহাড়ি টিলার মাটি কেটে বিক্রি করা হচ্ছে। টিলার উপর অন্যান্য বাড়ি-ঘর ঝুঁকির মুখে পড়ছে। পাহাড় বা টিলা কাটা আইনসঙ্গত না হলেও মাটি কেটে বিক্রি করছেন একজন ইউপি মেম্বার। মাটি কেটে ৭/৮ ফুট গর্ত করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের নিজ আথানগিরি এলাকায় এমন ঘটনা ঘঠেছে। সরজমিন দেখা যায় কাগাবলা-শমশেরগঞ্জ সড়কের সামান্য ভেতরে নিজ আথানগিরি গ্রামের জনৈক ইউপি মেম্বারের আধা একর জায়গা নিয়ে একটি টিলার মাটি কাটছেন কয়েকজন মহিলা। পাশের টিলার উপর অসংখ্য বাড়ি-ঘর। বসবাস করছেন অনেক পরিবার। কিন্তু মাটি কেটে নেয়া নেয়া হচ্ছে যে টিলার সেই স্থান এখন ৭/৮ ফুট গভীর হয়ে গেছে। মাটি কেটে নেয়ার সময় ২ জন মহিলা জানান তারা ঘর লেফার (মাটির আছর) জন্য এই মাটি নিচ্ছেন। পাশের টিলায় বসবাস করেন আকাম উদ্দিনের পরিবার। কিন্তু পাশের টিলার মাটি কেটে নেয়ায় এই পরিবারসহ অন্যান্য পরিবার ঝুঁকির মধ্যে পড়েছে। যেকোনো সময় ধসে পড়তে পারে ভিটে-বাড়ি। এই আশঙ্কার কথা জানান আকাম উদ্দিনের ছেলে বাবুল (২৮)। তার কথা বাড়ি ধসে পড়লে মেরামত করতে ৫০/৬০ হাজার টাকা লাগবে। এক পর্যায়ে বলেন যদি ধসেই পরে তবে আমাদের বাড়ির মাটি একই ভাবে বিক্রি করে সমান করে দিব। একই গ্রামের আমদ মিয়া (৭০) জানান, প্রায় দুই মাস ধরে মাটি বিক্রি করছেন কাগাবলা ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার কলম উদ্দিন। প্রতিদিন ট্রাক দিয়ে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। প্রতি ট্রাক মাটির দাম ১০০ টাকা। টিলার মালিক ইউপি মেম্বার কলম উদ্দিন মুঠোফোনে বলেন টিলাটি তার বাবার নামে। তবে মাটি টাকার বিনিময়ে বিক্রি করেননি। তার কথা অসুস্থ হয়ে হাসপাতাল গেলে সরকারি কাজের জন্য তারই পরিচিত লোকজন পিকআপ দিয়ে মাটি কেটে নিয়ে যান। এখন সবাইকে বারণ করেছেন। বলেন আইনের কথা তিনি জানেন। আর মাটি কাটা হবে না। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান গতকাল বিকালে মুঠোফোনে বলেন টিলার মাটি কাটার সঙ্গে জড়িত একজন ইউপি সদস্য। যা অনাকাঙ্ক্ষিত। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি। যদি বন্ধ না করা হয় সহকারী কমিশনার (ভূমি) পরিদর্শন করে ব্যবস্থা নিবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status