বাংলারজমিন

টেকনাফ পৌর বাসটার্মিনালের ভবন উদ্বোধন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

২১ অক্টোবর ২০১৮, রবিবার, ৮:৪৪ পূর্বাহ্ন

টেকনাফ পৌরসভার কেন্দ্রীয় বাসটার্মিনালের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। উখিয়া-টেকনাফের এমপি আব্দুর রহমান বদি এ ভবন উদ্বোধন করেন।
এ উপলক্ষে এক সভা টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত হয়। এতে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমানে বাংলাদেশে জনগণের ভাগ্য পরিবর্তনের সরকার রয়েছে। যতবার নৌকায় ভোট দিয়েছেন জনগণের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। গত ১০ বছরে উখিয়া-টেকনাফে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। যা উখিয়া-টেকনাফে বিরল হয়ে থাকবে। রোহিঙ্গা আসার পর থেকে ২০ হাজার মানুষকে নানাভাবে সহায়তা দেয়া হচ্ছে। ভবিষ্যতে আরো সহায়তা দেয়া হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, পরিবেশগত উপায়ে বাস টার্মিনাল গড়ে না উঠায় দীর্ঘদিন যাবৎ যোগাযোগ ও সব কার্যক্রম বন্ধ ছিল। ফলে টেকনাফ স্টেশন থেকে বাস চলাচল করতো এবং যানজটে নাকালে থাকতো যাত্রী সব। তাই যাত্রী সাধারণের সুবিধার্থে মানসম্মত ভবন উদ্বোধনের মাধ্যমের টার্মিনালের যাত্রা শুরু হলো। ২০শে অক্টোবর শনিবার সকাল ১১টায় নব-নির্মিত ভবনটি টেকনাফ পৌরসভার মেয়র হাজী মো. ইসলামের সভাপতিত্বে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, আবদুর রহমান বদি এমপি। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক আছাদুদ জামান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, মডেল থানার (ওসি অপারেশন) ইবনে শরিফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জহির হোসেন এমএ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবরাংয়ের ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাজাহান।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status