বাংলারজমিন

গাজীপুরে আওয়ামী লীগ নেতাদের গণসংযোগ

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

২১ অক্টোবর ২০১৮, রবিবার, ৮:৩৮ পূর্বাহ্ন

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানামুখী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছে গাজীপুরে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। গতকাল সকালে প্রচারণার অংশ হিসেবে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে গাজীপুর-১ আসনে নৌপথে নৌকা প্রতীকের পক্ষে নৌকা মিছিল বের করেন সুপ্রিম কোর্ট আইনজীবী ও মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সফিকুল ইসলাম বাবুল। অপরদিকে, মহানগর যুবলীগ আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল নগরীর সারদাগঞ্জ এলাকায় উন্নয়ন সভা করে সরকারের নানা উন্নয়ন কর্মসূচি জনগণের কাছে তুলে ধরে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
অর্ধশতাধিক ট্রলারযোগে অ্যাডভোকেট সফিকুল ইসলাম বাবুলের শোভাযাত্রাটি নগরীর কড্ডা বাজার ঘাট থেকে শুরু হয়ে দিনভর গাজীপুর-১ আসনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় বাঘিয়া, সাকাশ্বরসহ পাঁচটি এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন পথসভায় সফিকুল ইসলাম বাবুল বলেন, ১০ বছর পর দল মত নির্বিশেষে সবাই এবার আওয়ামী লীগের প্রার্থীর পরিবর্তন চাচ্ছেন। তাই তিনি জনগণের উৎসাহ ও তাদের সমর্থনে দলের সভানেত্রী শেখ হাসিনার কাছে নৌকা চাইবেন। এ সময় তার সঙ্গে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম গামা, সাবেক মেম্বার আতাউর রহমান, প্রভাষক ফজলে এলাহী, হামিদুল রহমান, আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়।
অপরদিকে, মহানগর যুবলীগ আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল নগরীর সারদাগঞ্জ এলাকায় উঠান বৈঠক করে সরকারের নানা উন্নয়ন কর্মসূচি জনগণের কাছে তুলে ধরেন। এ সময় তিনিও গাজীপুর-১ আসনে নিজেকে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী বলে দাবি করেন। কাশিমপুর আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর যুবলীগ নেতা সাইদুর রহমান, কাজী আতাউর রহমান, মামুন রেজা, ইসমাইল দেওয়ান, তাহের গাজী, মোশারফ হোসেন, রাকিবুল ইসলাম রকি, আইয়ুবুর রহমান ভূইয়া প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status