বাংলারজমিন

নোয়াখালীতে মিটার রিডারদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

২১ অক্টোবর ২০১৮, রবিবার, ৮:৩৭ পূর্বাহ্ন

নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতি অফিসে ৭ দফা দাবি আদায়ে গত ১৩ই অক্টোবর থেকে মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের মধ্যে অনির্দিষ্টিকালের কর্মবিরতি চলছে। তারা গতকালও সমিতির প্রধান ফটকে অবস্থান করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। চাকরি নিয়মতিকরণ, চাকরিচ্যুতদের পুনর্বহাল, কাজের পরিমাণ কমানো, মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের পদ পৃথকীকরণসহ বিভিন্ন দাবিতে তারা প্রথমে পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপিও পেশ করেন। তাদের আন্দোলনের কারণে লক্ষাধিক গ্রাহক বিল নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। বিক্ষোভরত কয়েকজন মিটার রিডার ক্ষোভ প্রকাশ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত গ্রাহকের কোনো বিল সংগ্রহ করা হবে না এবং প্রয়োজনে সমিতির জিএমসহ অন্যান্য কর্মকর্তাদেরও অবরুদ্ধ করে রাখা হবে। তারা আরো জানায় তারা নিজেরা গ্রাহক থেকে এই বিল সংগ্রহ না করলে অফিস কর্তৃক প্রদত্ত গ্রাহকের ভুতুড়ে বিল যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা জিএম কর্তৃক প্রদত্ত স্মারকলিপিতে উল্লেখ করেন, পল্লীবিদ্যুতায়নের অনুষ্ঠিত ২০১২ইং সালের ২০শে ডিসেম্বর ৪৯৪তম সভায় মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের ৯ বছর চাকরি করার পর অন্য সমিতিতে আবেদনের মাধ্যমে বিনা পরীক্ষায় ৫৫ বছর পর্যন্ত চাকরি করতে পারবে বলে ঘোষণা করা হয়। কিন্তু তা আজও বাস্তুবায়ন না করায় অনেকে চাকরিচ্যুত হয়ে পড়ে। তারা আরো জানায় ২০০৯ইং সালে একজন মিটার রিডার ১ হাজার ৭শ’ ও ম্যাসেঞ্জার সমপরিমাণ বিল বিলি করবে বলে নির্দেশনা ছিল। কিন্তু ২০১৮ইং সালের জানুয়ারি মাসে সমপরিমাণ কর্মচারীকে ২ হাজার মিটার রিডিং ও সমপরিমাণ বিল বিতরণ করার নির্দেশ দেয়া হয়। দুটি পদকে একত্রিতকরণে এবং ৪ হাজার রিডিং সংগ্রহ করে আবার তা বিল বিতরণ করতে গিয়ে এতে রাত দিন যথারীতি হিমশিম খেতে হয় তাদের। তারা আরো অভিযোগ করেন আরইবির নির্দেশ লঙ্ঘন করে বর্তমানে ৩ হাজার রিডিং ও ৩ হাজার বিলের কাজ করতে গিয়ে এবং এনালগ মিটারের স্থলে ডিজিটাল মিটার রিডিং নিতে তিনগুণ সময় প্রয়োজন হয়। এতে কাজ করা অসম্ভব হয়ে পড়ে।


বঙ্গবন্ধু স্মৃতি ও শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্বোধন

এদিকে সোনাইমুড়ী উপজেলার কড়িহাটি বাজারে গতকাল বিকালে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক মাসুদুর রহমান শিপন। ক্লাবের উদ্বোধন করেন, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আকবর হোসেন মিঠু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কার্যলয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোশারফ হোসেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, ইউনিয়ন যুবলীগ সভাপতি নোমান পাটোয়ারী। পরে কড়িহাটি উচ্চ বিদ্যালয় মাঠে নোয়াখালী জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হওয়ায় ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আকবর হোসেন মিঠু, প্রিমিয়ার ব্যাংক গুলশান শাখার এক্সিকিউটিভ অফিসার থেকে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে পদোন্নতি পাওয়ায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status