বাংলারজমিন

মুন্সীগঞ্জে নৌ-র‌্যালি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে

২১ অক্টোবর ২০১৮, রবিবার, ৮:৩৬ পূর্বাহ্ন

 ‘মা ইলিশ রক্ষা পেলে বারো মাস ইলিশ মিলে, মা ইলিশ ধরবো না দেশের ক্ষতি করবো না’- স্লোগানে মুন্সীগঞ্জে মা ইলিশ রক্ষায় জনসচেতনতার লক্ষ্যে নৌ-র‌্যালি, প্রচার ও অভিযান অনুষ্ঠিত হয়েছে। গত ৭ই অক্টোবর থেকে আগামী ২৮শে অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গতকাল দিনব্যাপী জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই অভিযান চলে। বেলা ১১টায় ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে জেলা প্রশাসক সায়লা ফারজানার নেতৃত্বে এই নৌ-র‌্যালি শুরু হয়। অভিযানের পথে পথে গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে ১০ হাজার মিটার কারেন্টজাল, কয়েক কেজি মা ইলিশ ও ৬ জনকে আটক করা হয়। পরে তাদের জরিমানা করে ছেড়ে দেয়া হয়। নৌ-র‌্যালিতে জেলা প্রশাসক সায়লা ফারজানা ছাড়াও জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, নৌ-পুলিশ, কোস্টগার্ড, রোভার, রেডক্রিসেন্ট ও স্কাউটসের সদস্যসহ বিভিন্ন দপ্তরের লোকজন উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status