বাংলারজমিন

স্বামীর পরকীয়ায় জীবন গেল রিভার

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

২১ অক্টোবর ২০১৮, রবিবার, ৮:১০ পূর্বাহ্ন

শ্যালিকা ও দুলাভাইয়ের পরকীয়ায় জীবন গেল স্ত্রী রিভার। সম্প্রতি পুলিশ ১৮ দিনের মাথায় ওই হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে। এরপরেই বেরিয়ে আসে শ্যালিকা-ভগ্নিপতির পরকীয়ার বলি হয়ে নিজ বোন রিভার মৃত্যুর রহস্য। গত ৯ই অক্টোবর গৃহবধূ নাসরিন আক্তার রিভা (২০) গুরুতর আহত হয়ে ১১ই অক্টোবর মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় পুলিশ রিভার আপন ছোট বোন আইরিন আক্তার রেখা (১৬) ও স্বামী হযরত আলীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাটিলা ইউপির পূর্ব হাটিলা গ্রামের বেপারী বাড়ির প্রবাসী আব্দুর রহিমের মেয়ে রিভা। চঞ্চল চপলা মেয়ে রিভা চলতি বছর হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করে। এরই মধ্যে ছয়মাস পূর্বে (মার্চ) চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউপির মনিহার গ্রামের তোরাব আলী মুন্সি বাড়ির রুহুল আমিন মাস্টারের ছেলে দুবাই প্রবাসী হযরত আলীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের চার মাস গড়াতে স্বামী হযরত আলী জীবিকার প্রয়োজনে দুবাই পাড়ি জমান। যাওয়ার পূর্বে স্থানীয় টঙ্গিরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া রিভার ছোট বোন আইরিনের সঙ্গে ভগ্নিপতির একটি প্রণয়ের সম্পর্ক তৈরি হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯ই অক্টোবর রাতে ওই বাড়ির বাসিন্দা রিভা ও তার বোন আইরিন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ফেরদৌসী ও মিনু আক্তার তাদের প্রথমে হাজীগঞ্জ বিসমিল্লাহ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। পরে তাদের শারীরিক অবস্থা বেগতিক দেখে কুমিল্লা সিটি প্যাথ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ১১ই অক্টোবর রাতে রিভার মৃত্যু হয়। স্বজনরা ওই রাতেই রিভার মরদেহ ও ছোট বোন আইরিনকে বাড়িতে নিয়ে আসে। ওই সময় তাদের মা নিলুফা ইয়াছমিন চিকিৎসার জন্যে ঢাকায় এবং পিতা আব্দুর রহিম বিদেশে অবস্থান করছিলেন। ঘটনার সংবাদ পেয়ে পিতা পরদিন দেশে চলে আসেন। তখন পুলিশ রিভার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন করেন। মেয়ের মৃত্যুতে পিতা আব্দুর রহিম ১৪ই অক্টোবর হাজীগঞ্জ থানায় ৪৬০ ধারায় মামলা করেন। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহম্মদকে এ মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়। পুলিশ ১৬ই অক্টোবর সন্ধ্যায় একই উপজেলার বাকিলা বাজার থেকে অভিযুক্ত স্বামী হযরত আলীকে আটক করেন। তার কথায় ঘটনার সঙ্গে যুক্ত শ্যালিকা আইরিনকেও পুলিশ আটক করে।
পুলিশ ও অভিযুক্তদের ভাষ্যমতে জানা যায়, জিজ্ঞাসাবাদে হযরত আলী স্ত্রীকে খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। পরিচয়ের পর থেকে আইরিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক যা একপর্যায়ে শারীরিক সম্পর্কে গড়ায়। এতে তারা আরো কাছে আসার জন্য ব্যাকুল হয়ে যায়। ঘটনার পূর্বে চলতি মাসের ৮ তারিখ সে দেশে ফিরে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নেন। ওই রাতে (শ্যালিকা) আইরিনের সঙ্গে যোগাযোগ করে ওই বাড়িতে আসেন বলে জানান। ৯ই অক্টোবর রাতে পূর্বপরিকল্পিতভাবে রিভার ছোট বোন আইরিন ও তার স্বামী হযরত আলী তার পায়ে ওড়না পেঁচিয়ে পা চেপে ধরে এবং মুখে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। ওই সময় রিভা টের পেয়ে জেগে চিৎকার দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায়। ওই অবস্থায় রিভা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। অভিযুক্তরা এ সময় মনে করে তার মৃত্যু হয়েছে। ওই সময় আশপাশের লোকজন রিভার চিৎকার টের পেয়ে এগিয়ে আসলে আইরিন হযরত আলীকে ঘরের অপর দরজা দিয়ে পালিয়ে যেতে পথ দেখিয়ে নিজেও সংজ্ঞা হারায়। পুলিশ উভয়কে চাঁদপুর আদালতে প্রেরণ করলে অভিযুক্তরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আদালত অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এদিকে, ওই ঘটনায় এক প্রেস ব্রিফিংয়ে চাঁদপুর পুলিশ সুপার মো. জিহাদুল কবির পিপিএম বলেন, আমরা এ হত্যার মূল আসামিদের ধরতে সক্ষম হয়েছি। অভিযুক্তরা রিভাকে হত্যা করে দু’জনে ঘর-সংসার করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটায়। এ ছাড়া উভয় আসামি হত্যার দায় স্বীকার করেছে বলে জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status