খেলা

‘মানসিক রোগীরাই মেসির মেধা নিয়ে সন্দেহ করে’

স্পোর্টস ডেস্ক

২০ অক্টোবর ২০১৮, শনিবার, ১:৩২ পূর্বাহ্ন

রাশিয়া বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে সাময়িক অবসরে রয়েছেন লিওনেল মেসি। বিষয়টি নিয়ে অনেকে সমালোচনা করছেন। আবার ১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক ডিয়েগো ম্যারাডোনা মেসির অধিনায়কত্ব ও প্রতিভা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ম্যাচ শুরুর আগে মেসি ২০ বার বাথরুমে যায়।  ডিয়োগো ম্যারাডোনার এসব সমালোচনার জবাব দিয়েছেন আর্জেন্টিনার ১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ের নায়ক মারিও কেম্পেস। তিনি বলেন, আমরা সবাই জানি যে, কারো পক্ষেই প্রত্যেক ম্যাচ একা জেতানো সম্ভব না। উদ্ভট চিন্তার মানুষ বা মানসিক রোগীরা ছাড়া মেসির মেধা নিয়ে সন্দেহ করতে পারে না। এরাই বলে মেসি আর্জেন্টিনার জন্য কিছু ভাবে না, জাতীয় সঙ্গীত গায় না, ম্যাচের আগে ৫০ বার বাথরুমে যায়। প্রতিবারই ম্যারাডোনা এমন কথা বলেন যাতে প্রত্যেকের জীবন কঠিন হয়ে যায়। আমি মনে করি এখন আমাদের নতুন যুগের সূচনা করা দরকার। বিশ্বকাপে ব্যর্থতার পর সম্প্রতি ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে ০-১ গোলে হারে আর্জেন্টিনা। আগামী মাসে মেক্সিকোর বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ রয়েছে তাদের। অনেকেই মনে করছেন, মেসি না থাকায় ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা হেরেছে এবং সামনেও ভালো করার সম্ভাবনা নেই। কিন্তু মারিও বলেন, আর্জেন্টিনা খারাপ খেলেনি। আমাদের শান্ত হতে হবে। আর্জেন্টিনা নতুন যুগ শুরু করেছে। দলে এখন কোনো সংকট নেই। দল ঢেলে সাজানো হয়েছে। মেসি দলে নেই। মানসিকভাবে চাঙ্গা হতে তাকে জাতীয় দল থেকে কিছুদিন বিরতি দেয়া হয়েছে। আমি মনে করি এটি দরকার ছিল। কেম্পেস, ম্যারাডোনা ও মেসি তিনজনই আর্জেন্টিনাকে বিশ্বকাপে তুলেছেন। কিন্তু কেম্পেস, ম্যারাডোনা বিশ্বকাপ জিতলেও বিশ্বকাপ জিততে পারেননি লিওনেল মেসি। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে হেরে যায় আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন হয় জার্মানি। ২০১৪ সালে ফাইনাল খেললেও এবারের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় আর্জেন্টিনা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status