খেলা

মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বই

স্পোর্টস ডেস্ক

২০ অক্টোবর ২০১৮, শনিবার, ১২:৫২ অপরাহ্ন

ভারতের জমজমাট ঘরোয়া ক্রিকেট লীগের (আইপিএল) ১২তম আসর শুরু হতে আরো অনেক সময় বাকি। আগামী বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত হওয়ার কথা রয়েছে এই ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তবে তার আগেই শুরু হয়ে গেছে আইপিএলের উত্তাপ। এখন থেকেই শুরু হয়েছে খেলোয়াড় ট্রান্সফার, কেনা-বেচা। যদিও আইপিএলের নিলাম হওয়ার কথা রয়েছে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। তবে তার আগেই বিদেশি ক্রিকেটার কেনা-বেচার সুযোগ পাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো। সবার আগে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু থেকে দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কককে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রোটিয়া এই ব্যাটসম্যানকে কিনতে গিয়ে বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে তারা। সঙ্গে তারা ছেড়েছে শ্রীলঙ্কান স্পিন অলরাউন্ডার আকিলা ধনঞ্জয়াকে। গত মৌসুমে ২ কোটি ৮০ লাখ রুপিতে ডি কককে কিনেছিল ব্যাঙ্গালুরু (আরসিবি)। এবার একই মূল্যে আরসিবির কাছ থেকে ডি কককে কিনেছে মুম্বই। যে কারণে ২ কোটি ২০ লাখ রুপিতে কেনা মোস্তাফিজুর রহমান এবং ৫০ লাখ রুপিতে কেনা আকিলা ধনঞ্জয়াকে ছেড়ে দিয়েছে আইপিএলের তিনবারের শিরোপা জয়ীরা। আইপিএলে গত আসরের শুরুর দিকে মোস্তাফিজুর রহমানকে খেলিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। বোলিং মোটামুটি ভালোই করেছিলেন তিনি। কিন্তু আইপিএলের মাঝপথ থেকে তাকে বসিয়ে রাখা হয় এবং শেষ পর্যন্ত আর খেলতেই পারেননি তিনি। আইপিএলে ২৪ ম্যাচ খেলে মোট ২৪টি উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status