এক্সক্লুসিভ

খালেদা জিয়ার রায় কী হবে তা অনুমান করা যায়-নজরুল

স্টাফ রিপোর্টার

২০ অক্টোবর ২০১৮, শনিবার, ৯:৩০ পূর্বাহ্ন

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ২৯শে অক্টোবর জিয়া চ্যারিটেবল মামলার রায়ে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন ঘটবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আফসার আলী স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বিএনপি’র ভাইস চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট আফসার আলীর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম খান বলেন, আগামী ২৯শে অক্টোবর বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি রায় হবে। কী রায় হবে আমরা জানি না। কিন্তু যেভাবে দ্রুত এ রায় দেয়ার ব্যবস্থা করা হচ্ছে, তাতে অনুমান করা যায় সেখানেও সরকারের রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন ঘটবে। তিনি বলেন,  বিএনপি’র পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়েছে যে, খালেদা জিয়া সুস্থ হয়ে আত্মপক্ষ সমর্থন না করা পর্যন্ত যেন রায় ঘোষণা করা না হয়। আমরা মনে করি এটা আমাদের অত্যন্ত ন্যায্য আবেদন। একই সঙ্গে আশা করি উচ্চ আদালত আমাদের আবেদন গ্রহণ করে তাকে আত্মপক্ষ সমর্থন করার পরে রায় ঘোষণা দেবেন। মুক্তিযুদ্ধের ফসল গণতন্ত্রকে নিয়ে আওয়ামী লীগ ছিনিমিনি খেলছে দাবি করে তিনি বলেন, আজকে কণ্ঠকে রুদ্ধ করার জন্য একের পর এক কালাকানুন করা হচ্ছে। যারাই গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের জন্য লড়াই করে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হচ্ছে। গায়েবি মামলা দেয়া হচ্ছে এবং গুম-খুন ইত্যাদির মাধ্যমে বিরোধী দলকে দমন করা হচ্ছে। এ রকম একটি দুরবস্থায় আফসার আলী বেঁচে নেই। সম্ভবত তিনি এ অবস্থা দেখলে অনেক কষ্ট পেতেন। কারণ তিনি আইয়ুব বিরোধী আন্দোলন দেখেছেন, এরশাদবিরোধী আন্দোলন দেখেছেন। কিন্তু সে সময়ও এতো অত্যাচার তাকে দেখতে হয়নি। আজ বিএনপি’র নেতাকর্মীদের তাদের চেয়েও বেশি অত্যাচার করা হচ্ছে। নজরুল ইসলাম খান বলেন, বর্তমান অর্থমন্ত্রীর অনেক বক্তব্য হাস্যকর। তার বক্তব্য শুনে গোটা জাতি হাসে, তিনিও হাসেন আবার সাংবাদিকরাও হাসেন। নজরুল ইসলাম বলেন, সম্প্রতি অর্থমন্ত্রী বলেছেন- কামাল হোসেন জিরো। অর্থমন্ত্রীকে বলতে চাই, বিচারপতি সাত্তারের বিরুদ্ধে আপনার দল ও অন্যান্য বিরোধী দল মিলে কামাল হোসেনের চেয়ে যোগ্য আর অন্য কাউকে খুঁজে পাননি। তাকে প্রেসিডেন্ট প্রার্থী করেছিলেন। আর আজকে তিনি জিরো। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব। যিনি আগের বার আপনার সরকার ব্যবস্থায় মন্ত্রী ছিলেন, তিনিও জিরো। আর আপনি সরকারি চাকরি করে, এরশাদের উপদেষ্টা হয়ে, মন্ত্রী হয়ে প্লাস হয়ে গেলেন? অন্যদিকে অংশগ্রহণমূলক নির্বাচনে আপনাদেরকে বারবার পরাজিত করেছে  যে বিএনপি তারাও জিরো হয়ে গেল। তাহলে প্লাস টা কী? আপনাদের শাসনামলে রাজনৈতিক দলগুলোকে প্লাস রাখার ব্যবস্থাই তো রাখেননি। মনে রাখবেন- বিএনপি মোকাবিলা করে সরকারের বিভিন্ন বাহিনীকে। বিএনপি আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী মনে করে না। যখনই মিটিং মিছিলে যাই, তখনই সামনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী থাকে। আওয়ামী লীগ থাকেনা। তিনি বলেন, আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করে ভোট চুরি করে নির্বাচিত হয়েছে। যে সরকারের শাসনামলে ইউনিয়ন পরিষদের নির্বাচনও সুষ্ঠু হয় না তাদের আমলে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে এটা জাতি বিশ্বাস করে না। এ সময় তিনি বলেন, নির্বাচনে প্রভাবিত করতে পারে এমন সরকার আমরা চাই না। সংবিধানে আছে নির্বাচন কমিশনকে সাহায্য করবে সহায়ক সরকার। দলীয় সরকার থাকলে তারা সহায়তা করবে না, প্রভাবিত করবে। আমরা সহায়ক সরকার চাই, প্রভাবিত সরকার চাই না। আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা সিদ্দিকের সভাপতিত্বে ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্ল্লাহ আল নোমান, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সহ-সম্পাদক এডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল, এডভোকেট রফিক শিকদার, জিনাপ সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, শাহবাগ থানা কৃষক দ?লের সভাপ?তি এম জাহাঙ্গীর আলম  প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status