খেলা

‘সৌম্য খুব শিগগিরই দলে ফিরে আসবে’

স্পোর্টস রিপোর্টার

২০ অক্টোবর ২০১৮, শনিবার, ৮:৪২ পূর্বাহ্ন

মূল স্কোয়াডের মাত্র তিনজন খেলোয়াড় নিয়ে গড়া হয়েছিল বিসিবি একাদশ। আর প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারী জিম্বাবুয়ে। বাংলাদেশের হেড কোচ স্টিভ রোডস ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মুখেও তৃপ্তির হাসি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিয়ে আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কথা টাইগারদেরও। আর প্রস্তুতি ম্যাচে বড় জয়ের পর আলোচনায় সৌম্য সরকার। তিন নম্বরে ব্যাট হাতে হার না মানা ১০২ রানের ইনিংস খেলেন জাতীয় দলে বাইরে থাকা এ ব্যাটসম্যান। গতকাল ম্যাচ শেষে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, ‘জয়টা আমাদের দলের আত্মবিশ্বাস অবশ্যই চাঙ্গা করবে। সৌম্য দুর্দান্ত ব্যাটিং করেছে। সকালে ইবাদতের বোলিংটাও ইম্প্রেসিভ ছিল। যথেষ্ট ভালো বল করেছে ইবাদত। ওকে আমরা এইচপিতে (হাইপারফরমেন্স ইউনিট) গত দুই বছর ধরে নার্সিং করছিলাম। অনেক দিন পর তাকে ওয়ানডেতে নেয়া হয়েছে। আমরা ওকে লঙ্গার ভার্সনের অন্য রেডি করছিলাম। তো ওভারঅল দেখে যথেষ্ট ভালো লেগেছে যে আমাদের এইচপির প্লেয়াররা ভালো একটা অবস্থানে আছে।’
প্রধান নির্বাচক বলেন, ‘লাঞ্চের পর সৌম্য সরকারের ব্যাটিংটা যথেষ্ট ভালো লেগেছে। আমি মনে করি ওর যে ব্যাড প্যাচ ছিল, সেটা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে সৌম্য। লাস্ট এনসিএল ম্যাচটাও যথেষ্ট ভালো খেলেছে। আমার বিশ্বাস, ফর্মে ফিরে আসলে সৌম্য খুব শিগগিরই আবার টিমে ফিরে আসবে।’ প্রস্তুতি ম্যাচে মূল স্কোয়াডের তারকা ফজলে রাব্বি মাহমুদ ব্যাট হাতে করেন ১৩ রান। ব্যাটিংয়ের সুযোগ পাননি আরিফুল হক। বল হাতে উইকেটশূন্য আরিফুল তিন ওভারে দেন ১৪ রান।  তবে উজ্জ্বল ছিলেন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ওয়ানডে দলে ফেরা সাইফুদ্দীন। ৭.২ ওভারের স্পেলে ৩২ রানে ৩ উইকেট নেন এ তরুণ পেসার। শেষ স্পেলে এলটন চিগুম্বুরাকে অসাধারণ এক ইয়র্কারে বোল্ড করে জিম্বাবুয়ানদের ১৮০’র নিচে বেঁধে ফেলতে বড় ভূমিকা রাখেন তিনি। আর ম্যাচ শেষে মিনহাজুল আবেদিন বলেন, ‘সাইফুদ্দিন আমাদের ওয়ানডে স্কোয়াডে আছে। যথেষ্ট ভালো বল করেছে। ওভারঅল পুরো দল যথেষ্ট ভালো করেছে। আমাদের তরুণরা যদি এভাবে ধারাবাহিক উন্নতির মধ্যে থাকে, তাহলে সবার জন্যই প্ল্যাটফর্ম ওপেন হয়ে যাবে।
সৌম্যর জন্য ওপেনিংয়ে জায়গা কি খালি আছে? এমন প্রশ্নের জবাবে নান্নু বলেন, ‘সৌম্য আমাদের চোখের আড়াল হয়নি। ও তো আমাদের ৩০ জনের পুলের মধ্যেই আছে। আমরা একটা প্রসেসের মধ্যে আছি। এই জিম্বাবুয়ে সিরিজে আমাদের কিছু খেলোয়াড়কে দেখতে হচ্ছে। সৌম্য সরকারকে যদি দরকার হয়, সবসময় বলি দেশের জন্য কাউকে দরকার হলে তাকে সবসময় নেয়া হবে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু  নেই। ফজলে রাব্বির ব্যাটিং নিয়ে প্রধান নির্বাচক বলেন, সে প্রথমবারের মতো জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছে। একটা টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম খেলছে সে। সেই হিসেবে মূল্যায়ন করলে হবে না। এটা শুধু একটা অভিজ্ঞতা। সামনে ওর জন্য একটা ক্যারিয়ার পড়ে আছে। আমার বিশ্বাস, ও অবশ্যই ভালো করবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status