খেলা

হাস্যকর আউট নিয়ে ছেলের রসিকতা শুনতে হবে আজহারকে!

স্পোর্টস ডেস্ক

২০ অক্টোবর ২০১৮, শনিবার, ৮:৪১ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে বাজে এক রান আউটের শিকার হন পাকিস্তানি ব্যাটসম্যান আজহার আলী। এদিন মাঠে বসে খেলা দেখেন আজহারের ১০ বছরের পুত্র ইবতিশাম। কিন্তু ইবতিশাম মাঠে আসার আগেই আউট হন আজহার। এই হাস্যকর আউট সরাসরি না দেখলেও ছেলের কাছে কৌতুকের শিকার হতে হবে বলে জানান পিতা আজহার আলী। ম্যাচশেষে তিনি বলেন, এ নিয়ে আমার ছেলে অনেক দিন রসিকতা করবে। আমি যদি তাকে ক্রিকেট নিয়ে কোনো কিছু বলতে চাই তাহলে সে এই প্রসঙ্গটা টেনে আনবে। বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ইনিংসের ৫৩তম ওভারে পিটার সিডলের করা অফস্টাম্পের বাইরের বল ড্রাইভ করেন আজহার। বল সীমানা পেরিয়ে গেছে ভেবে রান না নিয়ে পিচের মাঝে দাঁড়িয়ে নিশ্চিন্তে কথা বলতে থাকেন আজহার-শফিক। বল সীমানার কাছে গেলেও তা অতিক্রম করেনি। বাউন্ডারির কাছ থেকে বল কুড়িয়ে মিচেল স্টার্ক ফেরত পাঠানা উইকেটরক্ষক টিম পেইনের হাতে। দুই পাকিস্তানি ব্যাটসম্যান তখনও পিচের মাঝে দাঁড়ানো। দেরি না করে সঙ্গে সঙ্গে স্টাম্প ভেঙে দেন পেইন। শেষ পর্যন্ত হাস্যকর এক রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরতে হয় ১৪২ বলে ৬৪ রান করা আজহারকে। উদ্ভট এই রান আউটের কারণে ভিডিও এবং ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যা নিয়ে চলছে তুমুল হাস্যরস। সংবাদমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে ব্যঙ্গ-বিদ্রূপও।
 কেউ কেউ তো এই রান আউটকে টেস্ট ক্রিকেটের সবচেয়ে হাস্যকর আউটের তকমাও দিয়ে দিয়েছেন। সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন তো বলেই দিয়েছেন, নিঃসন্দেহে এটাই সর্বকালের সেরা রান আউট। সামি নামের আরেকজন লিখেছেন, কেবল পাকিস্তানি ক্রিকেটারদের দ্বারাই এমন হাস্যকর আউট হওয়া সম্ভব। আরেকজন লিখেছেন, এই রান আউট চলতি বছরের সবচেয়ে উল্লেখযোগ্য ক্রিকেটীয় ঘটনা। আতিফ জাওয়াদ নামের একজন লিখেছেন, মাথামোটা আজীবন মাথামোটাই থাকবে। গর্দভের মতো আউট হয়ে এরা চায় বোকাদের তালিকায় নিজের নাম চিরস্মরণীয় করে রাখবে। সবচেয়ে বড় মাথামোটা ছিল ইনজি। এরপর এই আজহার। টিম মেকাই নামের আরেকজন লিখছেন, পূর্ণ দৃঢ়তার সঙ্গে বলতে পারি, এমন গর্দভের মতো আউট আর কেউ কখনো হয়নি। পাকিস্তানি ব্যাটসম্যানদের এমন হাস্যকর রানআউটের উদাহরণ এটিই প্রথম নয়। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচে মোহাম্মদ আমির দেবেন্দ্র বিশুকে লংঅন দিয়ে উড়িয়ে মেরে ধরেই নিয়েছিলেন নিশ্চিত ছক্কা। তাই দৌড়ে রান নেয়ার কোনো প্রয়োজন বোধ করেননি আমির ও নন স্ট্রাইকে থাকা ওয়াহাব রিয়াজ। দু’জন দাঁড়িয়ে ছিলেন একই প্রান্তে। ওদিকে রোস্টন চেজ বলটা কুড়িয়ে আমিরকে রান আউট করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status