খেলা

পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না গাপটিল

স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার, ১২:৩৭ অপরাহ্ন

দীর্ঘ সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে নিউজিল্যান্ড। গত মার্চ-এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি কিউইরা। চলতি মাসের শেষ দিনে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আবারও ক্রিকেটে ফিরতে যাচ্ছে নিউজিল্যান্ড। কিন্তু এ প্রত্যাবর্তনের সপ্তাহখানেক আগে তাদের সামনে হাজির হলো এক দুঃসংবাদ। বাম পায়ের পেশীর ইনজুরির কারণে ছয় সপ্তাহের জন্য ছিটকে গেছেন দলের ৩২ বছর বয়সী ওপেনার মার্টিন গাপটিল। যে কারণে পাকিস্তানের বিপক্ষে খেলা হবে না ডানহাতি এ ওপেনারের। আগামী ৩১ অক্টোবর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রায় দেড় মাসব্যাপী লড়াই। যেখানে তারা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং সবশেষে ২টি টেস্ট খেলবে। এ সিরিজের জন্য রাজ্যদল অকল্যান্ডের হয়ে প্রস্তুতি নেয়ার সময়েই ইনজুরিতে পড়েন গাপটিল। গাপটিলের আগেই হাটুর গুরুতর চোটে লম্বা সময়ের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। তার বদলে টেস্ট দলে ডাকা হয়েছে আরেক বাহাতি স্পিনার এজাজ প্যাটেলকে।
টেস্ট দল: কেন উইলিয়ামসন, জিত রাভাল, টম লাথাম, রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, ইশ সোধি, এজাজ প্যাটেল, টিম সাউদি, নেইল ওয়াগনার, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।

ওয়ানডে দল: কেন উইলিয়ামসন, কলিন মানরো, রস টেইলর, হেনরি নিকোলস, টম লাথাম, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, ইশ সোধি, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।
টি-টোয়েন্টি দল: কেন উইলিয়ামসন, কলিন মানরো, মার্ক চ্যাপম্যান, রস টেইলর, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, সেথ র‌্যান্স, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status