বাংলারজমিন

নিকলীতে দরিদ্র নারীদের শাড়ি বিতরণ

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৮:৪৫ পূর্বাহ্ন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিকলীতে দরিদ্র নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি শিল্পপতি হাজী মো. মাসুক মিয়ার পক্ষ থেকে বৃহস্পতিবার এলাকার ৫শ’ দরিদ্র হিন্দু নারীর মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়। দুপুরে উপজেলা সদরের বড়হাটি সাহা পাড়া সুধীর সাহার দুর্গামন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস সাহা অপু। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া। বস্ত্র বিতরণের উদ্বোধন করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি গোপাল নন্দী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম ও হাজী মো. হারুন অল কাইয়ুম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম মেম্বার, সহ-দপ্তর সম্পাদক কামরুল আহসান স্বাধীন এবং গ্রাম বিষয়ক সম্পাদক ছাদির মেম্বার। অনুষ্ঠানে বক্তারা জানান, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি শিল্পপতি হাজী মো. মাসুক মিয়া সারা বছর এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে আর্থিক সহায়তা করা ছাড়াও বিপদগ্রস্ত মানুষের পাশে রয়েছেন। এর অংশ হিসেবে তাঁর পক্ষ থেকে অন্যান্য বছরের মতো এবারও হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব পূজার আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে এই বস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status