বাংলারজমিন

বরগুনায় জঙ্গি আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৮:৪৫ পূর্বাহ্ন

 র‌্যাব-৮ এর অভিযানে বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সামরিক শাখার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার কারা হয়েছে। ১৭ই অক্টোবর রাত সোয়া ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃতর নাম মো. হাসান মোল্লা  (৪০)।  গতকাল দুপুরে র‌্যাব-৮ এর সদর দপ্তর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। র‌্যাব জানায়, আটককৃতর বাড়ি বরগুনা সদর থানার রোড পাড়া জাকির তবক গ্রামে। তার পিতার নাম মৃত কাঞ্চল আলী, মাতা: মোছা. সবুর জান। জানা গেছে, গ্রেপ্তারকৃত জঙ্গি সদস্য হাসান মোল্লা বরগুনা জেলার সদর থানাধীন বঙ্গবন্ধু রোডের কাঁচাবাজারে সবজি ব্যবসায় সম্পৃক্ত রয়েছে। প্রায় ১২ বছর যাবৎ সে একই স্থানে ব্যবসা পরিচালনা করে আসছিল।
র‌্যাব দাবি করেছে, সবজি ব্যবসার আড়ালে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থি সদস্যের সঙ্গে হাসান মোল্লার সার্বক্ষণিক যোগাযোগ হয়। সে জেএমবির সব কাজে অংশ নেয়। এমনকি বিভিন্ন সময়ে জেএমবির বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করে। হাসান মোল্লা  বাংলাদেশে জেএমবির শক্ত অবস্থান ও সামরিক শাখার শক্তি বৃদ্ধিসহ হুজুরের (উপরস্থ কর্মকর্তার) নির্দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। দেশের বিভিন্ন স্থান থেকে দলের নতুন সদস্য সংগ্রহের জন্যও সে কাজ করে থাকে। র‌্যাবের তথ্য মতে, আটককৃত জেএমবি সদস্য হাসান মোল্লা  দলের নতুন সদস্যদের প্রশিক্ষণ দেয় এবং নিজেও প্রশিক্ষণ প্রাপ্ত। সে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। একইসঙ্গে নিষিদ্ধ ঘোষিত জসিমউদ্দীন রহমানিয়ার নির্দেশ ও বয়ান অনুসরণ করেন। গ্রেপ্তারকৃত মো. হাসান মোল্লার  বিরুদ্ধে মামলার প্রস্তুতি  চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status