বাংলারজমিন

প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ নিয়ে কিশোরগঞ্জে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৮:৪২ পূর্বাহ্ন

 প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে কিশোরগঞ্জে আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়নের উপ-পরিচালক রোকন উদ্দিন ভূঞার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) তরফদার মো. আক্তার জামীল। এতে প্রধান আলোচক ছিলেন ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আরজ আলী। সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. সামছুল হক এর শুভেচ্ছা বক্তব্যের পর জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও যুব উন্নয়নের ডেপুটি কো-অর্ডিনেটর তানিয়া জামান বক্তব্য রাখেন। বক্তাগণ বর্তমান সরকারের আমলে যেভাবে যে গতিতে দেশ এগিয়ে যাচ্ছে, তা এক কথায় অভাবনীয় উল্লেখ করে বলেন, আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাছে অনুকরণীয়। সরকার বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে প্রায় ৩৫ কোটি বই তুলে দিচ্ছে, যা উন্নত দেশেও সম্ভব নয়। আজকে নারীর ক্ষমতায়নেও বাংলাদেশ এগিয়ে গেছে। গৃহহীন ও ভিটাহীন মানুষকে সরকার আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর তৈরি করে দিচ্ছে। বয়ষ্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ যেসব সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম সরকার পরিচালনা করছে, তার ফলে আজকে এসব অবহেলিত মানুষগুলো বড় রকমের সহায়তা পাচ্ছে। দেশকে   ভিক্ষুকমুক্ত ও শিশুশ্রমমুক্ত করার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাওয়ার পাশাপাশি দেশ দৈনিক ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অর্জন করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status