বাংলারজমিন

জাতীয় পার্টির মহাসমাবেশ সফলে জাহাঙ্গীর আলমের ব্যাপক প্রস্তুতি

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৮:৪১ পূর্বাহ্ন

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সুনামগঞ্জ-৫ আসনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী আলহাজ মো. জাহাঙ্গীর আলম ২০শে অক্টোবর জাতীয় পার্টির সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি ঢাকার সমাবেশকে সফল করতে ইতিমধ্যে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) উপজেলায় গণসংযোগসহ বিভিন কর্মসূচি পালন করেছেন। গত মঙ্গলবার তিনি জাতীয়পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে দেখা করে তার রাজনৈতিক সকল প্রস্তুতির কথা ব্যক্ত করেছেন।  গতকাল এক মতবিনিময় সভায় জাহাঙ্গীর আলম বলেন, আমরা পল্লীবন্ধু এরশাদের নির্দেশে এককভাবে নির্বাচন করার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। তবে নির্বাচনের আগে কোনো কারণে আওয়ামীলীগের সাথে জোট হলে সুনামগঞ্জ-৫ আসন জাতীয় পার্টিকে দিতে হবে। পল্লীবন্ধু এরশাদ কারারুদ্ধ থাকা অবস্থায় এই আসনে সাধারণ মানুষ এরশাদকে ভালোবেসে লাঙ্গলকে বিজয়ী করেছিল। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো এই এলাকার ভোটাররা লাঙ্গল প্রতীককে বিজয়ী করবেন। এর আগে তিনি গত শুক্রবার বিকেলে দোয়ারাবাজার উপজেলার টেবলাই বাজারে উপজেলা জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, লাঙ্গল প্রতীককে বিজয়ী করতে ছাতক-দোয়ারায় জাতীয় পার্টির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে কোনো গ্রুপিং কোন্দল নেই। তিনি বলেন, আমি আপনাদের সন্তান, আপনারা আমাকে সুযোগ দিন। আমি আপনাদের দোরগোড়ায় কাঙিক্ষত উন্নয়ন ও সেবা পৌঁছে দেব। প্রতিহিংসার রাজনীতি ও দুর্নীতির পরিবর্তে আপনাদের সবার সহযোগিতায় ছাতক-দোয়ারায় বৈপ্লবিক পরিবর্তন আনবো। আগামী ২০শে অক্টোবর জাপা’র ঢাকা সমাবেশে লোক সমাগম করতে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ছাতক-দোয়ারাবাজার এলাকা থেকে গাড়ি বহর নিয়ে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার সমর্থক দলীয় নেতা কর্মীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status