বাংলারজমিন

রাহাত হোসেন আর নেই

নীলফামারী প্রতিনিধি

১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৮:৪১ পূর্বাহ্ন

 নীলফামারী শহরের অতি পরিচত মুখ, প্রবীণ রাজনিতীবিদ ও সমাজসেবী, রেডক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা রাহাত হোসেন (৭৮) আর নেই। বুধবার রাত ১টায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ শুক্রবার বাদজুমা নীলফামারী ডাকবাংলা ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে ডাকবাংলা কবর স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু, উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, পিপি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী, সহসভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামান, নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আফজালুল হক নান্নু, বিশিষ্ট সমাজসেবী আনোয়ারুল ওয়ারেজ, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন, নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি মু আ কুদ্দুস ও সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপন, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান হাবিব লেলিন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, শিক্ষক নেতা সরওয়ার মানিক, নীলফামারী প্রেস ক্লাব সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক আহমেদসহ অনেকেই গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status