বাংলারজমিন

মৌলভীবাজার সাংবাদিক ফোরামের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৮:৪১ পূর্বাহ্ন

গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইনের কতিপয় কালো ধারা বাতিল ও সংশোধনের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ। গতকাল দুপুরে মৌলভীবাজার  প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালিত হয়। ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসী ইকবাল আহমদের সভাপতিত্বে ও বাংলাদেশের খবরের  প্রতিনিধি বেলাল তালুকদার ও দৈনিক বাংলার দিনের স্টাফ রিপোর্টার মাহমুদুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.মছব্বির আলী, সাংবাাদিক ফোরাম নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, সাপ্তাহিক দেশপক্ষের সম্পাদক ও ফোরাম নেতা  মৌসুফ এ চৌধুরী, দৈনিক খবরপত্র প্রতিনিধি  স.ই সরকার জবলু, মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মশাহিদ আহমদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান, দৈনিক আমার সময়ের জেলা প্রতিনিধি জিতু তালুকদার, দীপ্ত নিউজ ডট কম-এর সম্পাদক দুরুদ আহমদ, সাংবাদিক এহসান বিন মোজাহির, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি আবুল হায়দার তরিক, দৈনিক নতুন দিনের প্রতিনিধি আবদুল বাছিত খান, দৈনিক বাংলার দিন পাঠক ফোরামের সভাপতি চৌধুরী মো. মেরাজ, সংবাদকর্মী শেকুল ইসলাম তালুকদার, তাজুল চৌধুরী, তাকবীর হোসেন প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুল হক, আবুল কালাম, শুধাংসু শেখর হাওলাদার, ওপেন আই ডট কম-এর বার্তা সম্পাদক ও সাপ্তাহিক অর্থকাল পত্রিকার জেলা প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, সুলতানুল ইসলাম, মুকিত ইমরোজ, মোয়াজ্জেম হোসেন, সাঈদুল ইসলামসহ জেলার  শতাধিক সংবাদকর্মী। মানববন্ধন ও সমাবেশ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা অবিলম্বে বাতিল ও সংশোধনসহ সম্পাদক পরিষদের ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সাংবাদিকরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status