বাংলারজমিন

‘কৃষকদের উন্নয়নে ভূমিকা রাখবে ‘এপিএল-আরডিএ’ উদ্ভাবিত সবজি চারা’

বগুড়া প্রতিনিধি

১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৮:৪০ পূর্বাহ্ন

 ‘কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ‘এপিএল-আরডিএ’ উদ্ভাবিত সবজি চারা। ‘এপিএল-আরডিএ’র সঙ্গে সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা, প্রায়োগিক গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এতে বগুড়া অঞ্চলের পাশাপাশি দেশের প্রান্তিক চাষিরা লাভবান হবেন। পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া এবং এগ্রিপ্লাস লিমিটেড (এপিএল) এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আরডিএ’র মহাপরিচালক ড. এমএ মতিন এসব কথা বলেন। বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটির মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আরডিএ বগুড়ার আইডাব্লিউএম কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই স্বাক্ষর সম্পাদন করা হয়েছে। এগ্রিপ্লাস লিমিটেড একটি কৃষি উপকরণ উৎপাদন, আমদানি ও বিপণনকারী প্রতিষ্ঠান। আরডিএ বগুড়ার সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের আওতায় পাঁচ বছর মেয়াদে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। আরডিএ প্রদর্শনী খামারের সিড ও বায়োটেকনোলজি সেন্টার (এসবিসি)’র আওতায় টিস্যু কালচার পদ্ধতিতে বিভিন্ন ফসলের প্রটোকল ও অনুচারা তৈরি হবে। পাশাপাশি নার্সারি ইউনিটের গ্রিন হাউস শেড ব্যবহার করে ট্রে পদ্ধতিতে সবজি বীজ থেকে উন্নতমানের চারা উৎপাদন সংক্রান্ত গবেষণা, প্রশিক্ষণ এবং নার্সারি থেকে উৎপাদিত পণ্য মার্কেটিং করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিএলের সিইও কৃষিবিদ সরদার আলী মর্তুজা। এছাড়া একাডেমির কৃষিবিজ্ঞান পরিচালক আব্দুল্লাহ আল মামুন, লিমিটেডের হেড অব অপারেশন কৃষিবিদ এটিএম নূর আলম খান ও বিভিন্ন কর্মকর্তা, কৃষক এবং পরিবেশকগণ।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status