অনলাইন

কুলিয়ারচরে সাড়ম্বরে শারদীয় দূর্গাপূজা

কুলিয়াচর (কিশোরগজ্ঞ) প্রতিনিধি

১৮ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৭:৫৯ পূর্বাহ্ন

ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে কুলিয়াচরের ৬ ইউনিয়ন ও পৌর এলাকার ৩২টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্টিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে এ অঞ্চলের হিন্দু সম্পদায়ের মানুষের মাঝে বিরাজ করছে মহাআনন্দ। আলোকসজ্জা, ব্যানার, ফেষ্টুন ইত্যাদি বিভিন্ন রংবেরং উপাদানে সাজানো হয়েছে পূজা মন্ডপ।
সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এ উপজেলার সকল শ্রেণী পেশার বিভিন্ন বয়সের বিভন্ন স্তরের ধর্মপ্রাণ মানুষ স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশিল সমাজের সহযোগিতায় ধুমধামের সঙ্গে শারদীয় দূর্গাপূজা পালন করছে। এ বছর উপজেলার পৌর এলাকায় ১০টি, সালুয়া ইউনিয়নে ৮টি, রামদী  ইউনিয়নে ৫টি, ফরিদপুরে ২টি, উছমানপুর ইউনিয়নে ২টি, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে ১টি ও ছয়সূতী ইউনিয়নে ৪টি মন্ডপে পূজা অনুষ্টিত হচ্ছে ।
পৌর এলাকার শ্রী শ্রী কালীবাড়ী দাসপাড়া, দাসপাড়ায় বাবুজয়কৃষ্ণ দাস-এর বাড়ি, ঘোষপাড়ায় রামানন্দ ঘোষের বাড়ি, ডাকবাংলার সামনে সনাতন যুব সংঘ, কুলিয়াচর বাজার কালীবাড়ী, দোয়ারিয়া শীলপাড়া, দোয়ারিয়া পালপাড়, পৈলনপুর, টিয়াকাটা খালেকারকান্দি, আলী আকবরী, উত্তর সালুয়া, মধ্য সালুয়া, দড়িগাঁও, দক্ষিণ সালুয়া, কান্দুলিয়া, মোদকপাড়া, মাইজপাড়া, আগরপুর, মনোহরপুর, উছমানপুর, আলীরচর কাপাশাটিয়া, ফরিদপুর ইউনিয়নে নাপিতেরচর, গোবরিয়া, ছয়সূতী ইউনিয়নের হাজারিনগর, দাসপাড়া, ছয়সূতী বাসস্ট্যান্ড ও মাধবদীতে শ্রী শ্রী দূর্গা পূজা অনুষ্টিত হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status