প্রথম পাতা

দুই উইকেট পড়ে গেছে আরো পড়বে

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

১৮ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫৬ পূর্বাহ্ন

বিএনপি কীভাবে ড. কামাল হোসেনের কাঁধে ভর করলো এমন প্রশ্ন তুলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট জগাখিচুরি। এ ফ্রন্টের ৭ দফা দাবি অবান্তর, অবাস্তব ও অসাংবিধানিক। তাদের চেয়ারপার্সন খালেদা জিয়া দণ্ডিত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হয়ে লন্ডনে পলাতক। বিএনপির অনেক সিনিয়র নেতা আছেন। তাদের বাদ দিয়ে ড. কামাল হোসেনের কাঁধে কিভাবে ভর করলো তা আমাদের বোধগম্য নয়। তিনি বলেন, তাদের ২ উইকেট পড়ে গেছে। আরও অনেক উইকেট পড়বে। অপেক্ষা করুন। আমাদেরও ১৪ দল আছে। জাতীয় পার্টি আমাদের সঙ্গে আছে। জাকের পার্টি ও বামদল আমাদের জোটে ভিড়তে চায়। আমরা আমাদের ওয়ার্কিং কমিটিতে তাদের জোটে আসার ব্যাপারে সিদ্ধান্ত নিব। রাজনীতিতে অনেক মেরুকরণ হবে। কখনও মেকিং হবে কখনও ব্রেকিং হবে। মেকিং ও ব্রেকিং চলতে থাকবে।

এটাকে আমরা স্বাগত জানাই। শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেটার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। গতকাল দুপুর ১টায় কোম্পানীগঞ্জের বসুরহাট শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, সারা বাংলাদেশে শারদীয় দুর্গোৎসব বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে। আপনারা শান্তিপূর্ণভাবে উৎসব পালন করেন। সারা দেশে সরকারিভাবে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা আমাদের নেতাকর্মীদের বলেছি, ২৪ ঘণ্টা আপনাদের পাশে থাকার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। আমি আজকে আপনাদেরকে আশ্বস্ত করছি শেখ হাসিনা ও আওয়ামী লীগ আপনাদের পাশে আছে এবং থাকবে। হিন্দু, মুসলমান আমরা সবাই ঐক্যবদ্ধ।

শারদীয় দুর্গোৎসব হচ্ছে দুষ্টের দমন শিষ্টের পালন। আপনাদের শত্রু নিরীহ মুসলমান নয়। আপনাদের শত্রু সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িক শক্তিকে সমূলে উৎপাটন করতে হবে। আগামী নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে। পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার মিলন কান্তি মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাদল, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক অরবিন্দু ভৌমিক, নোয়াখালী জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক নাজমুল হক নাজিম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না, নুর-ই মাওলা রাজু,  আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status