দেশ বিদেশ

মন্ত্রিপরিষদে সম্প্রচার আইন গৃহীত হওয়ায় বাম জোটের ক্ষোভ

স্টাফ রিপোর্টার

১৮ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪০ পূর্বাহ্ন

মন্ত্রিপরিষদে সম্প্রচার আইন গৃহীত হওয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাম জোটের নেতারা। মঙ্গলবার এ জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক জরুরি সভায় গৃহীত এক প্রস্তাবনায় এ আইন সম্পর্কে তারা বলেন, নিয়ন্ত্রণমূলক সম্প্রচার নীতিমালা ‘গোদের উপর বিষফোঁড়ার’ সমতুল্য। বাকস্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থি ডিজিটাল নিরাপত্তা আইনের চরম অগণতান্ত্রিক নিবর্তনমূলক ধারা বাতিলে সম্পাদক পরিষদসহ দেশের সচেতন মানুষ যখন সোচ্চার তখনই এই আইন গৃহীত হয়েছে। তারা বলেন, এই আইনের মাধ্যমে সম্প্রচার মাধ্যমগুলোর যেটুকু স্বাধীনতা ছিলো তাকেও কেড়ে নেয়া হলো। সম্প্রচার মাধ্যমগুলোর ওপর সরকারে অনাকাঙ্ক্ষিত ও অগণতান্ত্রিক নিয়ন্ত্রণ আরো পাকাপোক্ত হলো।
সভায় আরো বলা হয়, সম্প্রচার আইন কার্যকর হলে সম্প্রচার আইন কার্যকর হলে সম্প্রচার মাধ্যমগুলো জনগণের কোনো ন্যায্য আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ বা দ্রোহের খবর প্রকাশ করতে পারবে না। বস্তুত সরকারের পছন্দের বাহিরে নাগরিক সমাজের কোনো সমালোচনা বা বিরুদ্ধ মতও প্রকাশ করা যাবে না। তাছাড়া আইনের বিস্তৃত ধারাগুলো এত বিস্তৃত ও অনির্দিষ্ট যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যে কোনো ধারায় সম্প্রচার বন্ধ করে দিতে পারবে। একবিংশ শতাব্দীতে গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন কোনো দেশ বা সমাজ এই ধরনের নিয়ন্ত্রণমূলক বিধি-বিধান মেনে নিতে পারে না। সভার প্রস্তাবে ডিজিটাল নিরাপত্তা আইন ও সম্প্রচার নীতিমালা আইনের যাবতীয় নিবর্তনমূলক ধারা বাতিল করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের অনুষ্ঠিত এ সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন জোটের কেন্দ্রীয় নেতা সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী সাধারণ সম্পাদক মোশরেফা শিশু প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status