দেশ বিদেশ

পূজামণ্ডপ পরিদর্শনে ড. কামাল

স্টাফ রিপোর্টার

১৮ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩৯ পূর্বাহ্ন

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমরা সবাই সব ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল। সবাই শান্তিপূর্ণভাবে মিলেমিশে নিজ নিজ ধর্ম পালন করি। এটাই আমাদের দেশের সৌন্দর্য। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার রামকৃষ্ণ পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। ড. কামাল হোসেন এ সময় সবাইকে শুভেচ্ছা জানান। পূজামণ্ডপে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে উলুধ্বনি দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। ড. কামাল হোসেন তার বক্তব্যে জানান, প্রতিবছরই তিনি রামকৃষ্ণ পূজামণ্ডপে এসে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ দেশের মানুষ কারো ধর্মের প্রতি কখনোই বিদ্বেষমূলক আচরণ করেন নি। আর এ জন্যই বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য শান্তির দেশ। রামকৃষ্ণে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি ঢাকেশ্বরী পূজামণ্ডপ ও বনানী পূজামণ্ডপসহ রাজধানীর কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শনে যান। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ প্রমুখ নেতারা তার সঙ্গে ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status