খেলা

ঢাকায় বিশ্বকাপ ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক

১৭ অক্টোবর ২০১৮, বুধবার, ১:০৮ পূর্বাহ্ন

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়। দুবাই থেকে আজ সকালে ঢাকায় এসে পৌঁছায় সোনালি ট্রফিটি। পরে সরাসরি নিয়ে যাওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। সেখানে ট্রফি উন্মোচন করেন বাংলাদেশের প্রথম বিশ্বকাপের (১৯৯৯) প্রথম ম্যাচসেরা ও বর্তমান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আলাদা নজর কাড়ে সুবিধাবঞ্চিত শিশুদের সম্পৃক্ততা। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম শহর প্রদক্ষিণ করার কথা বিশ্বকাপ ট্রফির। আগামীকাল যমুনা ফিউচার পার্কে সর্বসাধারণের দেখার জন্য এটি উন্মক্ত থাকবে। পরদিন যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২০শে অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফিটি প্রদর্শিত হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status