বিশ্বজমিন

এলাহাবাদের নাম পরিবর্তন, নতুন নাম প্রয়াগরাজ

মানবজমিন ডেস্ক

১৭ অক্টোবর ২০১৮, বুধবার, ১১:০৫ পূর্বাহ্ন

ভারতের সবথেকে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের ঐতিহাসিক শহর এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করা হয়েছে। মঙ্গলবার দেশটির হিন্দুত্ববাদী ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি(বিজেপি) এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের মন্ত্রীসভায় সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব পাশ হয়। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা।
খবরে বলা হয়, দশ লাখেরও অধিক মানুষের শহর এলাহাবাদ। উত্তর প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধ¡ার্থ নাথ সিং সাংবাদিকদের জানান, এলাহাবাদের নাম পরিবর্তনে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের উত্থাপন করা প্রস্তাবটি মন্ত্রীসভার বৈঠকে গৃহীত হয়েছে। এলাহাবাদ থেকে প্রয়াগরাজ নাম হওয়ায় মন্ত্রীসভার সকল সদস্য আনন্দিত। তিনি আরো বলেন, ঋক বেদ, রামায়ন ও মহাভারতে প্রয়াগরাজের উল্লেখ আছে। এলাহাবাবাদের মানুষ, সাধু-সন্ত সকলেই চেয়েছিলেন শহরের নাম হোক প্রয়াগরাজ। সাধু-সন্ন্যাসীরাও এ বিষয়ে সম্মতি দিয়েছেন।
উল্লেখ্য, এই শহরেই জন্মগ্রহন করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। দেশটির রাজধানী নয়া দিল্লি থেকে এটি প্রায় ৬৫০ কিলোমিটার দক্ষিন-পূর্বে অবস্থিত। ষোড়শ শতাব্দিতে মুসলিম মুঘল শাসনামলে এ শহরটির নাম এলাহাবাদ করা হয়। প্রয়াগরাজ শব্দটি দ্বারা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র গঙ্গা নদী ও যমুনা নদীর মিলনস্থলকে বুঝায়। এই মিলনাস্থলের হিন্দুদের মহা-উৎসব কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বছরের জানুয়ারি মাসে এ মেলা আয়োজন করা হয়। সর্বশেষবার প্রায় ১০ কোটি মানুষ এ মেলায় অংশ নিয়েছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status