বিনোদন

আলাপন

‘মনের মতো গল্প-চরিত্র পাচ্ছি না’

ফয়সাল রাব্বিকীন

১৭ অক্টোবর ২০১৮, বুধবার, ৯:৪৩ পূর্বাহ্ন

জনপ্রিয় ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া। ব্যান্ড সোলসের মাধ্যমে এখন পর্যন্ত অনেক  জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। তার নব্বই দশকের গানগুলো এখনও মানুষের মুখে মুখে। সোলসের বাইরে একক ক্যারিয়ারেও সফল পার্থ। একক কন্ঠে তার গাওয়া অসংখ্য শ্রোতাপ্রিয় গান রয়েছে। দীর্ঘ সময় সংগীতে পারি দেয়ার পর অভিনয়েও অভিষেক হয় এ তারকার। বেশ অল্প সময়ে ছোট পর্দায় নিজেকে একজন অভিনেতা হিসেবে প্রমাণও করেছেন। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তবে আগের মতো করে আর অভিনয়ে এখন পাওয়া যায় না পার্থকে। বর্তমানে গান নিয়েই চলছে তার ব্যস্ততা। সব মিলিয়ে কেমন আছেন? পার্থ বড়ুয়া উত্তরে বলেন, এইতো। বেশ ভালো আছি। ব্যস্ততার মধ্যে দিয়েই চলছে সময়। এখনকার মূল ব্যস্ততা কি নিয়ে? পার্থ বড়ুয়া বলেন, স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। সোলস বেশ কিছু বড় মাপের শো করেছে গত কিছুদিনে। সামনেও আমাদের শো রয়েছে। প্র্যাকটিসও করছি তার জন্য। আর সামনেতো শীত মৌসুম। স্টেজ শোর সংখ্যা সে সময় আরো বাড়বে। সোলসের নতুন গানের কি খবর? পার্থ বলেন, আমার মধ্যে কোনো তাড়াহুড়া নেই। কারণ আমরা সব সময়ই খুব সময় নিয়ে ভালো কাজ শ্রোতাদের উপহার দেয়ার চেষ্টা করেছি। এখনও সেই চেষ্টা অব্যাহত রয়েছে। ধীরে কাজ চলছে নতুন গানের। সেগুলো শ্রোতারা সামনে শুনতে পারবেন। আপনিতো সেলন মিউজিক লঞ্জের কাজও করছেন। সেখানে নতুন সংগীতায়োজনে পুরোনো জনপ্রিয় গান চলতি প্রজন্মের শিল্পীরা গাইছেন। গানগুলো এরইমধ্যে ইউটিউবে বেশ প্রশংসিত হচ্ছে। এ বিষয়টি নিয়ে কিছু বলুন। পার্থ বড়ুয়া বলেন, এটা একটা ভিন্নধর্মী পরিকল্পনা। আমি চেষ্টা করেছি গানগুলো তরুণ কন্ঠশিল্পীদের কন্ঠে সুন্দর ও যতœ নিয়ে তুলতে। সেলন টি এর ইউটিউব চ্যানেলে এগুলো প্রকাশ হয়েছে। বাপ্পা মজুমদার, সাব্বির, লিজা, সালমা, নিশিতা, স্বরলিপি, অপুসহ অনেক শিল্পীই গেয়েছেন। গানগুলোর প্রশংসা পেয়েছি খুব। কথা, সুর ঠিক রেখে সংগীতায়োজন, অ্যালেঞ্জমেন্ট ও গায়কিতে নতুনত্ব আনার চেষ্টা করেছি। সামনে কি এই প্রজেক্ট আর হচ্ছে? পার্থ বড়ুয়া বলেন, হ্যা। এরইমধ্যে আমি কাজ শুরু করেছি। এটি সেলন মিউজিক লঞ্জের তৃতীয় মৌসুম। এরইমধ্যে গান বাছাই, অ্যারেঞ্জমেন্ট ও রেকর্ডিংয়ের কাজ চলছে। আমার বিশ্বাস এবারও খুব ভালো কিছু গান পাবেন শ্রোতা-দর্শক। আপনার দৃষ্টিতে চলতি সময়ের গানের অবস্থা কেমন? কোন দিকে যাচ্ছি আমরা? পার্থ বড়ুয়া বলেন, এখন গানের অবস্থা ভালো। তবে আরও ভালো হওয়া উচিত। তরুণ অনেক শিল্পী, মিউজিশিয়ান ভালো করছে। কিন্তু অনেকে সঠিকভাবে নিজেদেরকে পরিচালিত করতে পারছে না। এ কারণে কিছুদিন কাজ করার পরই হারিয়ে যাচ্ছে। তাছাড়া এখন তো ইউটিউব সবার জন্য উন্মুক্ত। ভালো-খারাপ মিলিয়েই গান হচ্ছে। তার মধ্যে থেকে যারা ভালো করছে তারা বের হয়ে আসছে। ভালো কাজ যারা করবে তারাই দীর্ঘদিন টিকে থাকবে। এখন ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। মানুষ এখন সারা বিশ্বের গান খুব সহজে শুনতে পারছে। সেদিক থেকে প্রতিযোগিতাটাও বেশি। আন্তর্জাতিক মানের কাজ না করতে পারলে টিকে থাকা মুশকিল হবে। কারণ গানে এখন আমাদের সারা বিশ্বকেও টক্কর দিতে হচ্ছে। তাই অবশ্যই কোয়ালিটি নিয়েই এগিয়ে যেতে হবে। মানের কোন বিকল্প নেই। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। আপনিতে এক সময় নিয়মিত অভিনয় করতেন। এখন অভিনয়ে তেমন পাওয়া যায় না। কারণ কি? পার্থ বড়ুয়া বলেন, এখন আসলে গান নিয়েই বেশি ব্যস্ত। তাছাড়া মনের মতো গল্প-চরিত্র পাচ্ছি না। সে কারণেই অভিনয় করছি না। যদি একেবারে মনের মতো কিছু হয় তাহলে সামনে আবার দেখা যেতেও পারে অভিনয়ে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status