বাংলারজমিন

চাটখিল-সোনাইমুড়িতে দুর্গাপূজায় বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

১৭ অক্টোবর ২০১৮, বুধবার, ৯:৩১ পূর্বাহ্ন

 নোয়াখালীর চাটখিল উপজেলার পরিষদ মিলনায়তনে দুর্গা পূজা উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা ও পৌরসভার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। এরপর তিনি দুপুর থেকে মোহাম্মদপুর ইউনিয়নের শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শন ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় সভার মধ্য দিয়ে চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার ১৮টি পূজা মণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের মাঝে ২০০০ শাড়ি ও ৮শ লুঙ্গি ও ধুতি বিতরণ করেন। তিনি সুন্দরভাবে পূজা উদ্‌যাপনের জন্য মণ্ডপগুলোতে প্রায় ৮ লাখ টাকা নগদ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার দিদারুল আলম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, পৌর মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, প্যানেল মেয়র আহসান হাবিব সমির, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমান লিটন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তপাদার, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শামীমা আক্তার মেরী, চাটখিল উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি সমির চক্রবর্তী, সাধারণ সম্পাদক তপন কুরি, উপজেলা পূজা উৎযাপন পরিষদ সভাপতি অববিন্দ দেবনাথ, সাধারন সম্পাদক দুলাল ভৌমিক, পৌরসভার সাধারণ সম্পাদক মানিক দেবনাথসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ মো. জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক সরকার। শেখ হাসিনার সরকার সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকারের ব্যবস্থা করেছে। আগামীতে এ সম্প্রীতি ধরে রাখতে আপনারা নৌকা প্রতীকে ভোট দিবেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status