বাংলারজমিন

বিয়ানীবাজারে অবৈধ দখল থেকে গোপাট উদ্ধার করেছে প্রশাসন

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

১৭ অক্টোবর ২০১৮, বুধবার, ৯:৩১ পূর্বাহ্ন

 বিয়ানীবাজারের পল্লীতে অবৈধভাবে দখল হওয়া সরকারি গোপাট উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে জনগুরুত্বপূর্ণ এ গোপাটটি উদ্ধারে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উপজেলার তিলপাড়া ইউনিয়নের সদরপুরে এ ঘটনা ঘটে। এ সময় বিপুলসংখ্যক স্থানীয় মানুষ প্রশাসনকে সহায়তা করে।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, প্রায়  দেড় বছর থেকে একই গ্রামের মৃত জামাল মামুদের ছেলে আজিজুর রহমান গং সরকারি ওই গোপাটটি অবৈধভাবে দখল করে নেয়। এতে এলাকার অন্তত: ১০টি গ্রামের কয়েক হাজার মানুষের চাষাবাদে বিঘ্ন সৃষ্টি হয়। এসব বিষয় উল্লেখ করে এলাকাবাসীর পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)’র কাছে লিখিত আবেদন করা হয়। দীর্ঘ সময় শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমানের নির্দেশে প্রশাসন সরকারি গোপাট অবৈধ দখলমুক্ত করে। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ দে এবং এসআই মহসিন কবির নেতৃত্ব দেন।
তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, অবৈধ দখলদাররা বেপরোয়া ছিল। তারা কারো নির্দেশ-অনুরোধ না মানায় প্রশাসন বাধ্য হয়ে অবৈধ দখলমুক্ত করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান জানান, জনগণের সুবিধার কথা বিবেচনায় নিয়ে অবৈধ দখল মুক্ত করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status