খেলা

লায়নের ম্যাজিক, ফখর-সরফরাজের আফসোস

স্পোর্টস ডেস্ক

১৭ অক্টোবর ২০১৮, বুধবার, ৯:২৪ পূর্বাহ্ন

৬ বলে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের টপ-মিডল অর্ডার ধসিয়ে দেন নাথান লায়ন। সেখান থেকেই প্রতিরোধ গড়েন টেস্ট অভিষিক্ত ফখর জামান ও অধিনায়ক সরফরাজ আহমেদ। কিন্তু দুইজনই সেঞ্চুরির কাছে গিয়ে হতাশ হন। আর লায়নের ম্যাজিকেও অস্বস্তি নিয়ে আবুধাবি টেস্টের প্রথম দিন পার করে অস্ট্রেলিয়া। দুবাইতে দুই দলের প্রথম টেস্টে রোমাঞ্চকর ড্র দেখে ক্রিকেট বিশ্ব। আর দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের শুরুটাও হলো দারুণ প্রতিদ্বন্দ্বিতা দিয়ে। প্রথম ইনিংসে শুরুর ধাক্কা সামলে ২৮২ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে পেসার মোহাম্মদ আব্বাসের জোড়া আঘাতে ২০ রানে ২ উইকেট হারায় অজিরা। প্রথম টেস্টের ম্যাচসেরা উসমান খাজা ৩ ও নাইটওয়াচম্যান পিটার সিডল ৪ রান করে আউট হন। ব্যক্তিগত ১৩ রানে অপরাজিত থাকেন ওপেনার অ্যারন ফিঞ্চ। শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। দলীয় ৫ রানে মোহাম্মদ হাফিজকে (৪) ফিরিয়ে অজিদের প্রথম ব্রেকথ্রু এনে দেন পেসার মিচেল স্টার্ক। ফখর ও আজহার আলীর দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৫২ রান। ইনজুরি আক্রান্ত ইমাম-উল হকের জায়গায় সুযোগ পান ফখর। লায়নের অফস্পিন ঘূর্ণিতে পাকিস্তানের রান ৫৭/১ থেকে হয়ে যায় ৫৭/৫! ২০তম ওভারের পঞ্চম বলে আজহারকে (১৫) ফিরতি ক্যাচ বানান লায়ন। পরের বলেই সিলি পয়েন্টে ট্রাভিস হেডের দুর্দান্ত ক্যাচে পরিণত হন হারিস সোহেল। হ্যাটট্রিকের সুযোগ মিস করেন লায়ন। নিজের পরের ওভারের দ্বিতীয় বলে লেগশর্টে মার্নাস লাবুসেনের তালুবন্দি হন আসাদ শফিক। আম্পায়ার ক্যাচের আবেদনে সাড়া না দিলেও সফল রিভিউ নেয় অস্ট্রেলিয়া। এক বলের বিরতিতে বাজে শট খেলতে গিয়ে বোল্ড হন বাবর আজম। শেষ তিন ব্যাটসম্যানই শূন্য রানে বিদায়ের মিছিলে যোগ দেন। চার উইকেটের ভেলকিতে নতুন উচ্চতায় পা রাখেন লায়ন। মিচেল জনসন (৩১৩) ও ব্রেট লি’কে (৩১০) টপকে টেস্টে অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তালিকায় চতুর্থ স্থানে ওঠে আসেন তিনি। লায়নের জাদুকরি স্পেলের পর ১৪৭ রানের ষষ্ঠ উইকেট জুটিতে পাকিস্তানকে ম্যাচে ফেরান ফখর ও সরফরাজ। দলীয় ২০৪ রানে লাবুসেনের বলে এলবিডব্লিউ হন ফখর (৯৪)। রিভিউ নিয়েও কাজ হয়নি। টেস্ট অভিষেকে নার্ভাস নাইন্টিজের আউট হওয়া পাকিস্তানে চতুর্থ ক্রিকেটার ফখর। আর সব মিলিয়ে বিশ্বের ৩১তম। ছক্কা মেরে সেঞ্চুরি পূরণ করতে গিয়ে উইকেট বিসর্জন দেন সরফরাজ (৯৪)। শেষ ৭৮ রানে পাঁচ উইকেট হারায় পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৮১ ওভারে ২৮২ (ফখর ৯৪, সরফরাজ ৯৪; লায়ন ৪/৭৮, লাবুসেন ৩/৪৫)
অস্ট্রেলিয়া: ৭ ওভারে ২০/২ (ফিঞ্চ ১৩*; আব্বাস ২/৯)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status