বাংলারজমিন

কিশোরগঞ্জ এক্সপ্রেস-এ যুক্ত হচ্ছে এসি কোচ

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

১৭ অক্টোবর ২০১৮, বুধবার, ৯:১৩ পূর্বাহ্ন

 কিশোরগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন কিশোরগঞ্জ এক্সপ্রেস এ আজ (বুধবার) থেকে যুক্ত হচ্ছে একটি এসি কোচ। গত ৮ই অক্টোবর কিশোরগঞ্জে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদকে দেয়া গণসংবর্ধনায় কিশোরগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে প্রেসিডেন্টের উদ্যোগে কিশোরগঞ্জ এক্সপ্রেস-এ এই এসি কোচটি সংযুক্ত করা হচ্ছে। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। কিশোরগঞ্জ এক্সপ্রেস-এ এসি কোচ যুক্ত হওয়ার ফলে এই প্রথমবারের মতো কিশোরগঞ্জবাসী তাদের ট্রেনযাত্রায় উন্নত যাত্রীসুবিধা লাভের সুযোগ পাবে। এর আগে ২০১৩ সালের ১৪ই সেপ্টেম্বর কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদকে দেয়া এক গণসংবর্ধনায় প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি প্রেসিডেন্টের নিকট একটি আন্তঃনগর ট্রেনের দাবি জানান। পরদিন ১৫ই সেপ্টেম্বর সরকারি গুরুদয়াল কলেজের সংবর্ধনা অনুষ্ঠানেও তার নিকট অনুরুপ দাবি উত্থাপন করা হয়। জবাবে প্রেসিডেন্ট আন্তঃনগর সম্ভব না হলে অন্তত একটি ট্রেনের ব্যবস্থা করবেন বলে তার বক্তব্যে আশ্বাস প্রদান করেন। পরবর্তিতে প্রেসিডেন্টের উদ্যোগে ওই বছরের ১৯ শে নভেম্বর ঢাকা-কিশোরগঞ্জ রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ এর উদ্বোধন হয়। ই পেল কিশোরগঞ্জবাসী। এর আগে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য কিশোরগঞ্জবাসীর একমাত্র অবলম্বন ছিল আন্তঃনগর ট্রেন এগারোসিন্দুর এক্সপ্রেস।
কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ১৩৫ কিলোমিটার রেলপথে কিশোরগঞ্জ এক্সপ্রেস এ এগারোসিন্দুর এক্সপ্রেস টেনের মতোই শোভন শ্রেণি ও শোভন চেয়ার আসন ছিল। এখন নতুন ভাবে ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ এ যুক্ত হচ্ছে এসি কোচ।
এদিকে ‘কিশোরগঞ্জ-ঢাকা’ রুটে আন্তঃনগর ট্রেন ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ এ নতুন এসি কোচ সংযুক্ত হওয়ার খবরে কিশোরগঞ্জবাসীর মাঝে বইছে খুশির জোয়ার। তাদের প্রত্যাশা, এতে ট্রেনযাত্রা নিয়ে মানুষের দুর্ভোগ অনেকটা কমবে। এটি কিশোরগঞ্জবাসীর জন্য প্রেসিডেন্টের এক আন্তরিক উপহার বলেও মন্তব্য করেন স্থানীয় বিশিষ্টজনরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status