বাংলারজমিন

ধামরাইয়ে গ্রেপ্তার আতঙ্ক

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

১৭ অক্টোবর ২০১৮, বুধবার, ৯:১১ পূর্বাহ্ন

ধামরাইয়ে একের পর এক নাশকতাসহ বিভিন্ন রাজনৈতিক মামলায় আতঙ্কিত হয়ে পড়েছে বিএনপির নেতাকর্মীরা। হামলা মামলা আর পুলিশের গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তারা। এতে ওই সব নেতাকর্মীদের বাড়িতে চরম অভাবও দেখা দিয়েছে। বেঘাত ঘটছে ছেলে-মেয়েদের লেখাপড়ার। সম্প্রতি ২৬৮ জন নেতাকর্মীর নামে মামলা ৩১ জনকে গ্রেপ্তারের পর তাদের রিমান্ডে নেয়ার খবরে পুরো  ধামরাই জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। এ মামলায় আসামি করা হয় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদকে। জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতাদের সাজার রায়ের প্রতিবাদে গত শনিবার সকালে ঢাকার ধামরাই শরীফবাগ এলাকায় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদের অনুসারীরা বিক্ষোভ মিছিল বের করলে ধামরাই থানা পুলিশ মিছিলে লাঠিচার্জ শুরু করে। এ সময় মিছিলটি  ছত্রভঙ্গ হয়ে গেলে গ্রেপ্তারের ভয়ে নেতাকর্মীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশও তাদের পিছু নিয়ে ৫ নেতাকর্মীকে আটক করে। আটককৃতদের নাশকতার মামলায় রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত রিমান্ড মঞ্জুর করে। মামলায় গ্রেপ্তারের ভয়ে বিএনপি ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, পালিয়ে থাকা অনেক বিএনপির নেতাকর্মীর বাড়িতে অভাব দেখা দিয়েছে। অনেক পরিবারে আবার ছেলে-মেয়েদের লেখাপড়ার বেঘাতও ঘটছে। তবে গ্রেপ্তার হওয়া ৩১ নেতাকর্মীর বাড়িতে খোঁজ নিয়ে আর্থিক সুবিধা দিয়েছে মুরাদ এবং করছেন জামিনের ব্যবস্থা। ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবদল নেতা রমিজুর রহমান চৌধুরী জানান, মামলায় জামিন হয়েও প্রকাশ্যে এলাকায় থাকা যাচ্ছে না। দেখলে পুলিশ আবার গ্রেপ্তার করে আরেক মামলায় দিয়ে দিবে। এতে ধামরাইয়ের বিএনপির নেতাকর্মীরা অনেকটাই কষ্টে আছে। শুধু ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদের সাহস শক্তিতে ধামরাই বিএনপিতে ভাটা নেই। তাই ঢাকা ২০ ধামরাই আসন থেকে তাকে মনোনয়ন দেয়া হলে শত তোপের মুখেও জয়ী হবে মুরাদ। এ ব্যাপারে যুবদল নেতা ইয়াছিন ফেরদৌস মুরাদ জানান, বর্তমান সরকারের শাসনামলে তার বিরুদ্ধে নাশকতাসহ ২৫টি রাজনৈতিক মামলা দেয়া হয়েছে। কারাভোগ করেছেন কয়েকবার। পুলিশের হাত থেকে রক্ষা পায়নি তার পরিবার। ব্যবসা প্রতিষ্ঠান করা হয়েছে ভাঙচুর। তারপরও ধামরায়ে বিএনপি সক্রিয়।
সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে ঢাকা ২০ ধামরাই আসনে বিপুল ভোটে বিএনপি জয়ী হবে। তিনি এ আসনের জোরালো মনোনয়ন প্রত্যাশী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status