বিনোদন

মানহীন গানে সয়লাব ইউটিউব

ফয়সাল রাব্বিকীন

১৭ অক্টোবর ২০১৮, বুধবার, ৮:১৪ পূর্বাহ্ন

মানহীন গানে সয়লাব হয়ে গেছে ইউটিউব। কারণ, এখন আর সিডি কিংবা ক্যাসেটে গান প্রকাশ হয় না। হচ্ছে ইউটিউবে। সেখানে মানের কোনো বাধ্যবাধকতা নেই অডিও কিংবা ভিডিওর ক্ষেত্রে। যেভাবে খুশি গান ছেড়ে দেয়া যাচ্ছে। তার সঙ্গে ইচ্ছেমতো ভিডিও। এভাবেই চলছে চলতি সময়ের গানের অবস্থা। যার ফলে মানহীন বাংলা গানে ছেয়ে গেছে ইউটিউব। শুধু তাই নয়, অশ্লীল ও অরুচিকর গানেরও অভাব নেই। আগে মানসম্পন্ন গানের কথা, সুর, সংগীত ও গাওয়ার ধরনের মাধ্যমে গান তৈরি হতো। যার ফলে সে গানগুলো কালজয়ী হয়ে যুগের পর যুগ শ্রোতাদের মুখে মুখে থাকতো। আর এখন একটি গানের স্থায়িত্ব এক বছরও হচ্ছে না। একজন শিল্পীর একটি গান প্রকাশের পর আরেকটি প্রকাশ হলেই আগের গানটি কেউ মনে রাখছে না। এর মূল কারণ হলো ভালো কথা-সুরের অভাব, রাতারাতি গান হিট করবার প্রয়াস, এমনটাই মনে করছেন সংগীতবোদ্ধারা। সস্তা কথা-সুরের গানের প্রভাবে হাতে গোনা ভালো গানগুলো জায়গা করে নিতে পারছে না। আর এর ফলে বর্তমানে ভয়ঙ্কর অবস্থার দিকে ধাবিত হচ্ছে সংগীতাঙ্গন। এসব নিয়ে সিনিয়র শিল্পী, সংগঠন, অডিও কোম্পানি বা সরকারি কোনো উদ্যোগ কিংবা নজরদারি চোখে পড়ছে না। কেবল আলোচনা ও বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকছে বিষয়টি। যার ফলে মানহীন কথা-সুরের গান দ্রুতগতিতে বাড়ছেই। এ বিষয়ে বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী বলেন, আসলে দিন দিন যে গানের মান খারাপ হচ্ছে এটা বলার আর অপেক্ষা রাখে না। এখন মন থেকে ভালোবেসে গান করেন ক’জন তা নিয়ে সন্দেহ আছে আমার। সেটার সংখ্যা হবে হাতে গোনা। আর সস্তা কথা-সুরের গানই এখন বেশি শুনতে পাই। বিশেষ করে ইউটিউব আসার পর এই প্রবণতা আরো বেড়ে গেছে। তাহলে আমরা কোনদিকে ধাবিত হচ্ছি। সস্তা, মানহীন, অশ্লীল, নকল কথা-সুর নিয়েই কি আমরা থাকবো? আমি মনে করি বর্তমান অবস্থা খুবই ভয়ঙ্কর। এভাবে চলতে থাকলে অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বোঝাই যায়। গানের কথা-সুরের দিকে এখনই যদি মনোযোগী না হই তবে আমরা অনেক পিছিয়ে পড়বো। কারণ, সংখ্যার চাইতে সব সময়ই মানের প্রয়োজনটা বেশি। সেদিকে লক্ষ্য দেয়া দরকার। আমি চাই চলতি প্রজন্ম ভালোবেসে গান করুক। ভালো কথা-সুরের গান করুক। সারা বিশ্বে ভালো বাংলা গান ছড়িয়ে দিক। একই প্রসঙ্গে গুণী কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী বলেন, এখনতো গায়ক-গায়িকা হওয়ার প্রতিযোগিতা চলছে। সবাই গান গাওয়ার জন্য উৎসুক। গান শেখার কোনো প্রয়োজন নেই। যে যার মতো করে গেয়ে দিলেই হলো। ইউটিউব এসেতো এখন আরো সহজ করে দিয়েছে বিষয়টি। বেসুরো গায়ক-গায়িকার সংখ্যা কেবল বাড়ছে। এর দায় কেউ এড়িয়ে যেতে পারে না। এই বিষয়টিতে শিল্পী, সংগীতসংশ্লিষ্ট সবার এবং শ্রোতাদেরও সচেতন হওয়ার ব্যাপার আছে। কিন্তু সেটা হচ্ছে কই। তবে আমি মনে করি যারা সস্তা, মানহীন কথা-সুরের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করতে চান, তারা ভুলই করছেন। কারণ, রাতারাতি জনপ্রিয় হলে রাতারাতি পড়েও যেতে হয়। আর মানহীন কথা-সুরের গান কখনোই দীর্ঘদিন টিকে থাকবে না। এখানে আসলে গানের প্রতি ভালোবাসারও একটি বিষয় আছে। যে গান ভালোবাসবে মন থেকে, সে জনপ্রিয়তা কিংবা কাটতির কথা চিন্তা করবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status