বিনোদন

মমতাজউদ্দীন আহমেদ হাসপাতালে

স্টাফ রিপোর্টার

১৭ অক্টোবর ২০১৮, বুধবার, ৮:১২ পূর্বাহ্ন

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব মমতাজউদ্দীন আহমেদ। এখন তিনি রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার সকালে মমতাজউদ্দীন আহমেদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক আইসিউতে রাখার পরামর্শ দেন। মমতাজউদ্দীন আহমেদ বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃত। এক অঙ্কের নাটক লেখায় বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন। তিনি ১৯৯৭ সালে নাট্যকার হিসেবে একুশে পদকে ভূষিত হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। এছাড়া বিভিন্ন সরকারি কলেজে ৩২ বছর বাংলাভাষা সাহিত্য এবং বাংলা ও ইউরোপীয় নাট্য বিষয়ে শিক্ষকতা করেন। তিনি ১৯৭৬-৭৮ সাল পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়নে একজন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। ১৯৭৭-৮০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক ছিলেন। মমতাজউদ্দীন আহমেদের পারিবারিক সূত্রে জানা গেছে, কদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status