বিশ্বজমিন

জামাল খাশোগি নিখোঁজ

সৌদি কনস্যুলেটে তুর্কী পুলিশের তল্লাশি, রিয়াদে যাচ্ছেন পম্পেও

মানবজমিন ডেস্ক

১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ১১:২০ পূর্বাহ্ন

সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনা তদন্ত করতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে তল্লাশি চালিয়েছে তুরস্কের পুলিশ। মঙ্গলবার দীর্ঘ নয় ঘন্টা তারা কনস্যুলেটের ভেতরে অবস্থান করেন। বিদেশী দূতাবাসে এ ধরণের তল্লাশির ঘটনা বিরল। এদিকে, খাশোগি নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই সৌদি আরবের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করার জন্য পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে রিয়াদে পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রিয়াদে বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক শেষে তিনি ইস্তাম্বুল সফর করবেন। তবে ঠিক কবে তার এ সফর শুরু হবে তা জানা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার নজিরবিহীনভাবে তুরস্কের সৌদি কনস্যুলেটে তল্লাশি চালায় তুর্কী পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রায় ১০ জন তদন্তকারী সৌদি আরবের কনস্যুলেটে তল্লাশি চালিয়েছেন। তারা দীর্ঘ নয় ঘন্টা ধরে কনস্যুলেটের ভেতরে খাশোগি হত্যাকান্ডের তথ্য-প্রমাণ সংগ্রহ করেন। এসময় তাদের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও ছিল। তল্লাশির সময় কনস্যুলেটের বাইরে ‘ফরেনসিক স্যাম্পল’ বহন করার জন্য বিশেষ চারটি গাড়ি দাড়িয়ে থাকতে দেখা গেছে। তদন্তকারীরা এতে করে কনস্যুলেটের বিভিন্ন নমুনা বিষদ পরীক্ষার জন্য নিয়ে গেছেন।
এদিকে, সৌদি আরবের কর্তৃপক্ষ জামাল খাশোগিকে হত্যার দায় স্বীকার করতে যাচ্ছে বলে খবর দিয়েছে সিএনএন। দু’টি সূত্রের উদ্ধৃতি দিয়ে তাদের খবরে বলা হয়েছে, সৌদি আরব একটি রিপোর্ট তৈরি করছে। যাতে বলা হবে, তাকে ভুলবশত হত্যা করা হয়েছে। সর্বোচ্চ পর্যায়ের অনুমতি ছাড়াই খাশোগিকে হত্যার অভিযান পরিচালিত হয়েছে। এর সঙ্গে জড়িতদের দ্রুতই জবাবদিহীর আওতায় আনা হবে। সূত্র বলেছে, এই রিপোর্ট এখনো তৈরি করা হচ্ছে। পরবর্তীতে এর বিষয়বস্তুর পরিবর্তনও হতে পারে।  
প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন সাংবাদিক জামাল খাশোগি। তিনি সৌদি আরবের বর্তমান প্রশাসনের কট্টর সমালোচক ছিলেন। তুরস্ক শুরু থেকেই সৌদি আরবের বিরুদ্ধে জামাল খাশোগিকে হত্যা করার অভিযোগ করে আসছে। দেশটির দাবি, কনস্যুলেটের ভেতরে জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে। এর প্রমাণও আছে তাদের হাতে। তবে সৌদি আরব বরাবরই এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে আসছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status