খেলা

বেলফোর্টকে দলে ভিড়িয়ে আবাহনীর চমক

স্পোর্টস রিপোর্টার

১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ১০:০১ পূর্বাহ্ন

দলবদলের শেষ দিনে গোপনেই আনুষ্ঠানিকতা সারলো গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। সন্ধ্যার পর এক ক্লাব কর্মকর্তা ফুটবলারদের নিবন্ধন ফরম জমা দিয়ে আনুষ্ঠানিকতা সারেন। দলবদলের শেষ দিনে আবাহনীর চমকের নাম হাইতি জাতীয় দলের স্ট্রাইকার কেভিন বেলফোর্ট। দুই মাস ২০ দিনের এই দলবদল কার্যক্রমের শেষ দিনে আবাহনী ছাড়াও নিবন্ধন কার্যক্রমে অংশ নেয় ঢাকা মোহামেডান, শেখ জামাল, চট্টগ্রাম আবাহনী, বিজেএমসি, আরামবাগ, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন ও নোফেল স্পোর্টিং ক্লাব। আবাহনী যেখানে শক্তিশালী দল গড়ে সপ্তম শিরোপা জয়ের  স্বপ্ন দেখছে, সেখানে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান লক্ষ্যে নির্ধারণ করতে পারেনি। দু’দিন আগে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রথম দল হিসেবে দলবদলে অংশ নেয় বসুন্ধরা কিংস। রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার তারকা ড্যানিয়েল কলিনড্রেসকে দলে ভিড়িয়ে চমক দেয় নবাগত ক্লাবটি। রোববার আনুষ্ঠানিকতা সারে শেখ রাসেল, সাইফ স্পোর্টিং ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত শতবর্ষী কোপা আমেরিকা টুর্নামেন্টে হাইতির হয়ে তিন ম্যাচেই মাঠে নেমেছিলেন বেলফোর্ট। দুই বছর আগের কোপায় তিন ম্যাচে মোট ১৩৮ মিনিট মাঠে ছিলেন হাইতিয়ান এই তারকা। ব্রাজিলের বিপক্ষে ৪৯ মিনিট, ইকুয়েডরের বিপক্ষে ৭০ মিনিট আর পেরুর বিপক্ষে ১৯ মিনিট খেলে তিনি। চলতি মৌসুমে বেলফোর্টকে মূলত ঢাকায় এনেছিল বসুন্ধরা কিংস। বসুন্ধরার হয়ে মালদ্বীপের ক্লাব নিউ রেডিয়েন্টের বিপক্ষে নীলফামারীতে খেলেছিলেন প্রীতি ম্যাচও। বসুন্ধরা সে ম্যাচ জিতেছিল ৪-১ গোলে। শোনা যায় বেলফোর্টকে নাকি মনে ধরেনি বসুন্ধরায় স্প্যানিয়ার্ড কোচ অস্কার ব্রুজনের। তার বদলে থাই লীগ থেকে উড়িয়ে আনা হয় ব্রাজিলীয় ফুটবলার মার্কোস ভিনিসিয়াসকে। এরপরই বেলফোর্টকে দলে নেয় আবাহনী। ধানমন্ডির ক্লাবটিতে হাইতিয়ান এই তারকার অন্তর্ভুক্তি নিশ্চিত করেছেন ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। বেলফোর্ট ছাড়াও আবাহনীতে এশীয় কোটায় থাকবেন আফগানিস্তানের ডিফেন্ডার মাশি সাইগানি। এছাড়াও আছেন পুরোনো স্ট্রাইকার সানডে চিজোবা। কোটার অপর বিদেশি হিসেবে এক কোরিয়ান ফুটবলারকে দলে নিয়েছে টানা দুইবারের চ্যাস্পিয়নরা।  বেলফোর্টের হাইতি জাতীয় দলে অভিষেক হয় ২০১০ সালে। ৪০ ম্যাচ খেলে করেছেন ১৪ গোল। এর মধ্যে বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ ম্যাচ খেলে করেছেন চার গোল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও গোল আছে আবাহনীতে নাম লেখানো এই স্ট্রাইকারের। ঢাকায় আসার আগে সর্বশেষ খেলেছেন ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লীগ বিএসএলের ক্লাব জামশেদপুর এফসি’র হয়ে। এর আগে ২০১৬ সালে খেলেছেন শচীন টেন্ডুলকারের ফ্র্যাঞ্চাইজি কেরালা ব্লাস্টার্সে। জামশেদপুরের হয়ে কোনো গোল না করতে পারলেও কেরালার হয়ে ১৫ ম্যাচে করে তিন গোল। এদিকে চট্টগ্রাম আবাহনীতে যোগ দিয়েছেন ঘানার ডিফেন্ডার ড্যানিয়েল নি আরমাহ টাগোই। ৩২ বছর বয়সী এ ফুটবলারের জাতীয়তা ঘানার হলেও বর্তমানে কিরগিজস্তানের হয়ে খেলেন। ২০১৪ সাল থেকে কিরগিজস্তানের হয়ে ১৪ ম্যাচ খেলেছেন তিনি। নতুন করে ঘর সাজাচ্ছে চট্টগ্রামের
দলটি যেখানে টাগোর কাঁধেই থাকছে ডিফেন্সের মূল দায়িত্ব। এর বাইরে শিরোপা প্রত্যাশী শেখ জামাল ধানমন্ডি ক্লাব তারুণ্য নির্ভর দল গড়েছে। অভিজ্ঞ ফুটবলারদের দলে নিয়ে শিরোপা প্রত্যাশা করছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। দলটির অধিনায়ক অভিজ্ঞ জাহিদ হাসান এমিলি জানান ফেডারেশন কাপের পরই লীগে তাদের লক্ষ্যের কথা জানাতে পারবেন। গতবারের দল ধরে রাখার পাশাপাশি অভিজ্ঞ জাহিদ হাসান, মাজহারুল ইসলাম হিমেলদের নিয়ে ব্যালেন্স দল গড়েছে আরামবাগ। লীগে শীর্ষ চারে থাকতে চান দলটির কোচ মারুফুল হক। ব্রাদার্সের লক্ষ্য সেরা ছয় দলের মধ্যে থাকা। পেশাদার লীগে টিকে থাকার লক্ষ্য নিয়ে দল গড়েছে নবাগত নোফেল স্পোর্টিং, টিম বিজেএমসি। আগামী ২২শে অক্টোবর ফেডারেশন কাপ দিয়ে শুরু হওয়ার কথা ফুটবলের নতুন মৌসুম। তবে স্পন্সর জটিলতায় সেটি পেছাতে পারে বলে জানিয়েছে বাফুফে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status