দেশ বিদেশ

ভারত সফরে বিমান বাহিনী প্রধান

১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ১০:০০ পূর্বাহ্ন

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি সহধর্মিণী এবং তিন জন সফরসঙ্গীসহ ৫ দিনের এক সরকারি সফরে শনিবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ভারত সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান অমর জওয়ান জ্যোতি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তিনি ভারতীয় বিমান বাহিনী সদর দপ্তর পরিদর্শন করবেন। সেখানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানকে ভারতীয় বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হবে। তিনি ভারতীয় বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া, বিমান বাহিনী প্রধান ভারতের প্রতিরক্ষা সচিব, সেনাবাহিনী প্রধান, সহকারী নৌবাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। ভারতে অবস্থানকালে তিনি ভারতীয় বিমান বাহিনী একাডেমি, এয়ারক্রাফট সিস্টেম টেস্টিং এস্টাবলিস্টমেন্ট, এয়ারফোর্স টেস্ট পাইলট স্কুল, র‌্যাডার সিমুলেটর এবং হিন্দুস্থান অ্যারোনটিক্যাল লিমিটেডসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন এবং পেশাগত মানোন্নয়নে মতবিনিময় করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফর দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। আইএসপিআর
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status