দেশ বিদেশ

নেতাদের গ্রেপ্তার ও বাড়িঘরে পুলিশি তল্লাশির প্রতিবাদ যুবদলের

স্টাফ রিপোর্টার

১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ১০:০০ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের গ্রেপ্তার ও বাড়িঘরে পুলিশি তল্লাশির প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল। সংগঠনের সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি আদালতে ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে যুবদল আহূত কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে গ্রেপ্তার ও নেতাকর্মীদের বাড়িঘরে পুলিশ তল্লাশি চালাচ্ছে। তারই অংশ হিসেবে ১০ই অক্টোবর বরিশাল মহানগর যুবদল সভাপতি আক্তারুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, নারায়ণগঞ্জ বন্দর থানার সভাপতি আমির হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক ও মহিউদ্দিন, নরসিংদীতে আবুল খায়ের সুমন, মেহেদী হাসান, শান্ত ও হৃদয়, মৌলভীবাজারে রুহিন আহমেদ, বরিশাল উত্তরে জাকির পাইক ও ঢাকা মহানগর দক্ষিণের গেণ্ডারিয়া থানার সহ-সভাপতি রাজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলের বাড়িতে ডিবি পুলিশ তাণ্ডব চালিয়েছে। এ ছাড়া ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, সহ-সভাপতি ফখরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, মৌলভীবাজার জেলা যুবদল সাধারণ সম্পাদক এম এ মুহিত, সাহিত্য সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আমির ও যুবনেতা মজিদের বাড়িতে হামলা করেছে। সেই সঙ্গে একত্রিশ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও কর্মসূচি পালনকালে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনকে লাঠিচার্জ করে গুরুতর আহত করে। গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে যুবদল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status