খেলা

নাটকীয় জয়ে টিকে রইলো ইতালি

স্পোর্টস ডেস্ক

১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৯:৫৭ পূর্বাহ্ন

নাটকীয় জয়ে টিকে রইলো ইতালি। রোববার ইউয়েফা নেশন্স লীগে শেষ মুহূর্তের গোলে পোল্যান্ডকে হারায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পোল্যান্ডের মাঠে ম্যাচটি ১-০ গোলে জেতে কোচ রবার্তো মানচিনির দল। প্রতিযোগিতায় ইতালির এটি প্রথম জয়। তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ‘এ’ লীগের গ্রুপ-৩ এর দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। আর এই হারের পর ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা পোল্যান্ডের ‘বি’ লীগে অবনমন হয়েছে। দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পর্তুগাল। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা এই লীগের প্রতিটি গ্রুপের শীর্ষ দল খেলবে চূড়ান্ত পর্বে। আর তিন নম্বর দল খেলবে লীগ-বি’তে। পোল্যান্ডের সঙ্গে ম্যাচ ড্র হলে ইতালির শীর্ষস্থানে যাওয়ার সম্ভাবনা কমে যেত। তখন তাদের পয়েন্ট হতো ২, শেষ ম্যাচে জিতলেও পয়েন্ট হতো ৫। ইতালি এবং পোল্যান্ডের একটি করে ম্যাচ বাকি রয়েছে। দু’দলেরই সর্বশেষ প্রতিপক্ষ পর্তুগাল। এ ম্যাচে পর্তুগালকে হারালেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ইতালি। গত মাসে নিজ মাঠে প্রথম লেগে পোল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে আজ্জুরিরা। আর দ্বিতীয় ম্যাচে পর্তুগালের মাঠে ১-০ গোলে হার দেখে ইতালি। রোববার পোল্যান্ডের সিলেসিয়ান স্টেডিয়ামে পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল ইতালি। ৭০ শতাংশ বল নিয়ন্ত্রণে রাখে তারা। ইতালি টার্গেটে শট নেয় পাঁচটি। আর পোল্যান্ড টার্গেটে শট নেয় তিনটি। ম্যাচের ১৩তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে চেলসি মিডফিল্ডার জর্জিনহোর নেয়া শট লাগে পোস্টে। ৩০তম মিনিটে আবারো ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় ইতালি। ফিওরেন্তিনার ফরোয়ার্ড ফ্রেডেরিকো কিয়েজার শট পোস্টে বাধা পায়। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে ইতালিকে জয় এনে দেন ক্রিস্টিয়ান বিরাগি। কর্নার থেকে উড়ে আসা বল গোলমুখে পেয়ে জালে ঠেলে দেন ফিওরেন্তিনার এই ডিফেন্ডার। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল। সব মিলিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব উতড়াতে না পারা ইতালির শেষ ১৩ ম্যাচে এটি মাত্র তৃতীয় জয়। আগের জয় দুটি তারা পেয়েছিল আলবেনিয়া ও সৌদি আরবের বিপক্ষে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status