খেলা

ফ্রান্সের মাঠে বাঁচা মরার লড়াই জার্মানির

স্পোর্টস ডেস্ক

১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৯:৫৭ পূর্বাহ্ন

নেদারল্যান্ডসের মাঠে ৩-০ গোলে হারের পর আরো বড় পরীক্ষার সামনে জার্মানি। ইউয়েফা নেশন্স লীগে এবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মাঠে নামবে জোয়াকিম লোর শিষ্যরা। আজ রাত পৌনে ১টায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে আতিথ্য দেবে ফ্রান্স। গত মাসে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জার্মানির মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরেন গ্রিজম্যান-এমবাপ্পেরা। দ্বিতীয় ম্যাচে নিজ মাঠে ডাচদের ২-১ গোলে হারায় কোচ দিদিয়ের দেশমের ফ্রান্স। নেশন্স লীগের ফাইনালস’র দৌড়ে টিকে থাকতে হলে জার্মানির জয়ের বিকল্প নেই। লীগ ‘এ’ গ্রুপ-১ এ দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস। দুই ম্যাচে জার্মানির অর্জন মাত্র ১ পয়েন্ট। নিজেদের সবশেষ ম্যাচে ফ্রান্সও হতাশ হয়। প্রীতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে শেষদিকের দুই গোলে হার এড়ায় (২-২) ফ্রান্স। বদলি হিসেবে নেমে দলকে উদ্ধার করেন কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে, নেদারল্যান্ডসের বিপক্ষে বাজে পারফরম্যান্স দিয়ে লজ্জার এক রেকর্ড গড়ে জার্মানি। নিজেদের ফুটবল ইতিহাসে টানা তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করতে ব্যর্থ জার্মানরা। যার শুরুটা হয় দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে বাদ পড়ার লজ্জা দিয়ে। গত ১০ ম্যাচের ৬টিতেই হার দেখে ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। দলের এমন পারফরম্যান্সে চাপ বাড়ছে কোচ জোয়াকিম লোর ওপর। ব্যাপারটি স্বীকার করেন জার্মানির হয়ে সবচেয়ে বেশি ম্যাচে (১৬৮) কোচ থাকার রেকর্ড গড়া এই সফল কোচ। লো বলেন, ‘এটা প্রত্যাশিত। আমি চাপের মধ্যে বসবাস করছি। এই ফলাফলের দায়ভার আমাদের নিতে হবে। সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ফ্রান্সের বিপক্ষে দলকে তৈরি করার দায়িত্ব আমার।’ লোর জন্য আরো উদ্বেগ বয়ে এনেছে সেন্টারব্যাক জেরোম বোয়াটেংয়ের ইনজুরি। ৩০ বারের মুখোমুখি লড়াইয়ে ১৩ ম্যাচে ফ্রান্স ও ১০ ম্যাচ জয় কুড়ায় জার্মানি। ৭ ম্যাচ ড্র হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status