অনলাইন

সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল

স্টাফ রিপোর্টার

১৫ অক্টোবর ২০১৮, সোমবার, ৯:৫৭ পূর্বাহ্ন

২১শে আগস্ট বোমা হামলা মামলায় ফরমায়েসী রায়ের প্রতিবাদে ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা ও মহানগর সদরে বিক্ষোভ মিছিল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মালিবাগের মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের নেতৃত্বে এ মিছিলে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাদরেজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রফিক হাওলাদার, সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আনু মো. শামীম আজাদ, সহ-সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ অংশ নেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তৃতায় আব্দুল কাদির ভুইয়া জুয়েল বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বর্তমান সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে ফরমায়েসী রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্যান্য নেতাদের সাজা দেয়া হয়েছে। এর উদ্দেশ্যই হলো-বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করে আবারও প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করা।
কিন্তু বর্তমান অবৈধ সরকারের এই মনোবাঞ্ছা কোনদিনই পূরণ হতে দেবে না এদেশের জনগণ। বর্তমান ভয়াবহ দুঃশাসন থেকে পরিত্রাণ পেতে এবং স্বৈরাচারী সরকারের মুলোৎপাটনে জনগণ এখন আরও বেশী ঐক্যবদ্ধ। তিনি বলেন, জনগণ ২১শে বোমা হামলা মামলায় সরকার নির্দেশিত রায় প্রত্যাখান করেছে। বর্তমান অপশাসনের বিরুদ্ধে সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাবার আহবান জানানোর পাশাপাশি সোমবারের বিক্ষোভ মিছিল থেকে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন। অন্যদিকে মোহাম্মদপুর বাসষ্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর। স্বেচ্ছাসেবক দল উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান হোসেন রিয়াজের নেতৃত্বে মিছিলে উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইদুল রহমান সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরসহ নেতাকর্মীরা অংশ নেন।


কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামের কর্ণফুলী ব্রীজ সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদারের সঞ্চালনায় মিছিল শেষে একটি বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মহিউদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজলু, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুস সবুর, শফিউল করিম শফি, সালাউদ্দিন সুমন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম খোকন, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম ফারুক, পটিয়া উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুনুর রশিদসহ জেলার সিনিয়র নেতারা বক্তব্য দেন।

এছাড়া নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা মহানগর এবং ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, জামালপুর, রাজবাড়ী, শেরপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, গাজীপুর, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর, নেত্রকোণা, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ, মানিকগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চাঁদপুর, বান্দরবান, লক্ষীপুর, কক্সবাজার, রাজশাহী, জয়পুরহাট, নাটোর, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, পাবনা, চাঁপাই নবাবগঞ্জ, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সৈয়দপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, মাগুরা, কুষ্টিয়া, নড়াইল, খুলনা, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলাসহ অন্যান্য জেলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status