বাংলারজমিন

কোম্পানীগঞ্জে সিএনজি চালকদের ওপর হামলা, আহত ৮, ধর্মঘট

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৯:১৫ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার চালকদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ৮ জন সিএনজি চালক আহত হয়েছে। ধর্মঘট ডেকেছে সিএনজি চালকরা। জানা যায়, গতকাল সোমবার দুপুর ১টায় উপজেলার বসুরহাট পৌরসভার জিরোপয়েন্টের সিএনজি স্টেশনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিএনজি চালক ছারওয়ারকে মারধর করে একদল যুবক। এতে অন্য চালকরা প্রতিবাদ করলে হামলাকারীরা মোবাইল ফোনের মাধ্যমে তাদের সাঙ্গপাঙ্গদের জড়ো করে। ৫০-৬০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে চালকদের উপর হামলা চালায় এবং ৪-৫টি সিএনজি ভাংচুর করে। এতে ৮ জন সিএনজি চালক আহত হয়। আহতরা হলো- ছারওয়ার, তুহিন, তারেক, আবু ছায়েদ, শিকদার, সাইফুল, মানিক, সোহাগ। আহতদের কে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত আবু ছায়েদ বলেন ও সোহাগ বলেন, ৫০-৬০ জনের একদল যুবক কিছু বুঝে ওঠার আগে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। চালকেরা বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১টার পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরো কোম্পানীগঞ্জে সিএনজি চালানো বন্ধ রেখেছে চালকেরা। কোম্পানীগঞ্জ সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদের রহমান জানান, এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
কোম্পানীগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার : কোম্পানীগঞ্জ উপজেলায় ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, গত রোববার রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ড থেকে জিলানী ও নুর উদ্দিন এবং সিরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে পাভেল নামে ৩ জনকে গ্রেপ্তার করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status