বাংলারজমিন

কক্সবাজার পৌরসভায় বর্জ্য অপসারণে ঢাকনাযুক্ত কন্টেইনার ভ্যান চালু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৯:১০ পূর্বাহ্ন

ঢাকনাযুক্ত কন্টেইনার ভ্যানে করে শহর থেকে ময়লা অপসারণ করছে কক্সবাজার পৌরসভা। ফলে হোটেল, রেস্টুরেন্ট ও বাসাবাড়ি থেকে ভ্যানযোগে ময়লা বহনের সময় শহরে এখন আর দুর্গন্ধ ছড়াচ্ছে না। এদিকে, রাস্তায় ঝাড়ু দিয়ে জড়ো করা ময়লা দ্রুত সরিয়ে ফেলার জন্য চাকা লাগানো এই ভ্যান ব্যবহার করবেন পৌর পরিচ্ছন্নতা কর্মীরা। ঢাকনাযুক্ত ভ্যানে করে শহরের বিভিন্ন এলাকা থেকে স্বল্প সময়ের মধ্যে ময়লা অপসারণ করা হবে। দেশের অন্যান্য পৌরসভার মতো কক্সবাজারে প্রথম কক্সবাজার পৌরসভা পৌরবাসীর দুর্ভোগ লাঘবে ১৬টি ভ্যান যুক্ত করা হয়েছে। কক্সবাজার পৌর সংশ্লিষ্টরা মনে করছেন, ঢাকনাযুক্ত কন্টেইনার ভ্যান পৌরশহরের ময়লা ব্যবস্থাপনায় যুক্ত হওয়ায় শহর পরিষ্কার পরিচ্ছনতার কাজে গতিশীলতা বাড়বে। ময়লা অপসারণ কাজের জন্য পরিবহন সংকটের ঘাটতি কিছুটা পূরণও হবে। জানা গেছে, ময়লা অপসারণের জন্য পৌরসভায় আসা ভ্যানগুলো প্যাডেল চালিত। ভ্যানের সঙ্গে সংযুক্ত কন্টেইনারগুলো ঢাকনাযুক্ত হওয়ায় ময়লা অপসারণের সময় দুর্গন্ধ ছড়াবে না। এদিকে পর্যটন শহর কক্সবাজারে পর্যটক বরণেও সৌন্দর্য বাড়বে। ফলে শহরের হোটেল, রেস্টুরেন্ট, রাস্তাঘাট ও বাজার এলাকায় ময়লা সংগ্রহের জন্য ভ্যানগুলো চাকাযুক্ত হওয়ায় ঠেলে নিয়ে দ্রুত অপসারণ কাজ চালানো যাবে। ইতিমধ্যে উদ্বোধনের মাধ্যমে এসব ভ্যান দিয়ে ময়লা অপসারণ শুরু করেছে পৌরসভা। রোববার ১৪ই অক্টোবর দুপুরে ভ্যানগুলো আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মিজানুর রহমান, আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, সালা উদ্দিন সেতু, সাহাব উদ্দিন, দিদারুল ইসলাম রুবেল, নারী কাউন্সিলর জাহেদা আক্তার, ইয়াছমিন আক্তার ও নাসিমা আক্তার বকুল, পৌর সচিব রাসেল চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমসহ প্রমুখ। কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন, কক্সবাজার দেশের অন্যতম একটি পর্যটন শহর। শহরে প্রতিদিন অসংখ্য পর্যটক ও দেশের ভিআইপিরা ভ্রমণে আসেন। এতে খোলা ভ্যানে করে দুর্গন্ধযুক্ত ময়লা পরিবহন করলে, সর্বত্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়। এই সমস্যা থেকে পর্যটন নগরীকে মুক্ত করতে ঢাকনাযুক্ত ভ্যান চালু করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status