এক্সক্লুসিভ

নির্বাচনী বছরে স্কুল ভর্তি ১৫ দিন এগিয়ে আনা হলো

স্টাফ রিপোর্টার

১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৯:০৭ পূর্বাহ্ন

ফাইল ছবি

নির্বাচনী বছর হওয়ায় আগামী শিক্ষাবর্ষের স্কুল ভর্তি ১৫ দিন এগিয়ে আনা হয়েছে। একই সঙ্গে চলতি বছরের ডিসেম্বরের আগেই স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের স্কুল ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে মাউশি’র পরিচালক (মাধ্যমিক) প্রফেসর আবদুল মান্নান বলেন, স্কুলে ভর্তি পরীক্ষাগুলোকে ১৫ দিন এগিয়ে আনার ব্যাপারে একমত হয়েছি। নির্বাচনী বছরের কারণে এমন সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, স্কুল কর্তৃপক্ষ চাইলে ভর্তি পরেও করতে পারে। তবে ভর্তির জন্য যাচাই বাছাইগুলো গত বছরের চেয়ে এবার ১৫ দিন এগিয়ে আনবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের কারণে বার্ষিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।

জানা গেছে, ইতিমধ্যে বেশ কয়েকটি স্কুল ভর্তি ফরম বিক্রি শুরু করেছে। রাজধানীর অন্যতম প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন গত বুধবার থেকে শুরু হয়েছে। চলবে ২৮শে অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। যে শিক্ষার্থী ২০১২ সালে জন্মগ্রহণ করেছে কেবল তারাই আবেদনের সুযোগ পাবে। বয়স প্রমাণে শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ দাখিল করতে হবে। রাজধানীতে আরো কয়েকটি স্কুলও এ মাসেই ভর্তির আবেদন নেয়া শুরু করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৩০শে অক্টোবর থেকে অনলাইনে আবেদন নেয়া হবে। ৬ই নভেম্বর পর্যন্ত চলবে অনলাইনে আবেদন কার্যক্রম। এ ছাড়া, রাজধানীর কিছু স্কুলে এরই মধ্যে বার্ষিক পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। ভিকারুননিসায় এবার আগামী ১৭ই ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ২য় থেকে ৮ম শ্রেণিতে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত বার্ষিক পরীক্ষার ফলাফলের পর প্রকাশ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status