অনলাইন

বিয়ে বাড়ী থেকে পালিয়ে যাবার পর...

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

১৫ অক্টোবর ২০১৮, সোমবার, ৫:৪৭ পূর্বাহ্ন

সোনাগাজীতে ১৪ বছর বয়সী নাদিয়া সুলতানা সামিয়া নামের এক কিশোরীকে শারীরিক নির্যাতনের পরও বিয়েতে রাজি করাতে পারেনি তার পরিবার। নির্যাতনের মুখে পালিয়ে নিজের বিয়ে ভেঙে দিয়েছেন ওই কিশোরী। শনিবার রাতে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে। সোনাগাজী মডেল থানার পুলিশ সোমবার গভীর রাতে হবু বর খুরশিদ আলমকে আটক করেছে।
পুলিশ, কিশোরী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বগাদানা ইউনয়নের আড়কাইম গ্রামের ইসমাঈল পাটোয়ারি বাড়ির প্রবাসী আমির হোসেনের কন্যা নাদিয়া সুলতানা সামিয়া। সে গত বছর তাকিয়া বাজার ওসমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৭ম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অংশগ্রহন করার পর তার পিতা-মাতা তার স্কুলে যাওয়া বন্ধ করে দেন।

বিগত কয়েক দিন আগে তার পিতা-মাতা চরদরবেশ ইউনিয়নের উত্তর চরসাহাভিকারী গ্রামের লেদু মাঝি বাড়ির আহসান উল্যাহর ছেলে কাতার প্রবাসী খুরশিদ আলমের (৩২) সঙ্গে তার বিয়ে ঠিক করে। তাকে ফেনী শহরের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে সেখানে গোপনে বিয়ের আয়োজনও করে। এতে সে রাজি না হলে গোপনে তাকে তার নানার বাড়িতে নিয়ে আসে।

সেখানে নানা মনুমিয়ার বাড়িতে গত শনিবার রাতে গোপনে আবার বিয়ের আয়োজন করে তার পরিবার। এতেও কিশোরী রাজি না হলে তার পিতা-মাতা ও হবু বর তাকে পিটিয়ে আহত করে। শারীরিক নির্যাতন সইতে না পেরে সামিয়া কৌশলে পালিয়ে মঙ্গলকান্দি ইউনিয়নের গ্রাম পুলিশ তাজুল ইসলামের দ্বারস্থ হয়। গ্রাম পুলিশ তাজুল ইসলাম মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যানকে জানিয়ে রোববার দুপুরে কিশোরীকে উদ্ধার করে ইউপি কার্যালয়ে নিয়ে যান।

ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল বিষয়টি জানার পর কিশোরীর পিতা-মাতাকে খবর দিলে তাদের সাড়া না পাওয়ায় তাকে রোববার সন্ধ্যায় সোনাগাজী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
সোনাগাজী থানার পুলিশ সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে হবু বর কাতার প্রবাসী খুরশিদ আলমকে তার বাড়ি থেকে আটক করে।

কিশোরী সামিয়া বাল্য বিয়ে থেকে মুক্তি পেতে থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে।
সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরী সামিয়ার সাহসিকতা হাজারো কিশোরী বাল্য বিয়ে থেকে মুক্তি পেতে উৎসাহ প্রদান করবে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status