অনলাইন

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস

‘স্বনির্ভর চলাই সাদাছড়ি নিরাপত্তার প্রতীক’

স্টাফ রিপোর্টার

১৫ অক্টোবর ২০১৮, সোমবার, ৩:০৫ পূর্বাহ্ন

আজ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দিবসটি অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে। এবছরের প্রতিপাদ্য, ‘স্বনির্ভর চলাই সাদাছড়ি নিরাপত্তার প্রতীক’।
দিবসটি উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনসহ বিভিন্ন বেসরকারি সংস্থা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টায় প্রবীণ হিতৈষী সংস্থা থেকে সমাজসেবা অধিদপ্তর পর্যন্ত শোভাযাত্রা অনুষ্টিত হয়। পরে বেলা ১১টায় সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত দৃষ্টি প্রতিবন্ধীর হাতে সনদ ও সম্মাননাসহ সাদাছড়ি তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ডা. মো: গোলাম রাব্বানী, চেয়ারম্যান, এনডিডি সুরক্ষা ট্রাস্ট বোর্ড। অনুষ্ঠানে বক্তারা দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি সকলের সাহায্য ও সহযোগীতা কামনা করেন।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবীর, এর সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাহমুদা মিন আরা-ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, জনাব শেখ হামিম হাসান-যুগ্মসচিব, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। এছাড়াও বেলা ১২টায় প্রতিবন্ধীদের জন্য আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status